‘পাঠান’ এর সাফল্য উদযাপন করতে প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস ১৭ ফেব্রুয়ারি, শুক্রবারকে ‘পাঠান ডে’ হিসাবে ঘোষণা করেছে। ভারতের সমস্ত বড় বড় প্রেক্ষাগৃহ গুলোতে এদিন মাত্র ১১০ টাকার টিকিট কেটে পাঠান দেখতে পারবে দর্শক।
এক পরিবেশক বলেছেন, ‘দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই পদক্ষেপ। যারা দেখতে পারেননি এখনও, তারা সহজেই দেখতে পারবেন। কারণ পকেটের ওপর বাড়তি চাপ ফেলবে না টিকেটের দাম। যারা দেখেছেন তারাও আবার দেখতে পারবেন। ছবির এই সাফল্য সবার জয়।’
বুধবার পর্যন্ত ‘পাঠান’ বিশ্বব্যাপী আয় করেছে ৯৬৪ কোটি রূপি। শুধু ভারতেই ছবিটি আয় করেছে ৫০০ কোটি রূপি। ভাঙ্গছে একের পর এক রেকর্ড।
মধ্যবিত্তের সাধ্যের মধ্যে রাখতে মুক্তির দ্বিতীয় সপ্তাহে এক দফা কমানো হয়েছিল টিকিটের দাম। এবার আরও কমে ‘পাঠান’ দেখার সুযোগ পেলেন দর্শকরা।
৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। বক্স অফিস কাঁপিয়ে একের পর এক রেকর্ড গড়ছে ‘পাঠান’।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে। সিনেমায় শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন সালমান খান।
সূত্র: পিঙ্কভিলা








