মরক্কোর বিপক্ষে দু’ঘণ্টা ম্যাচ বন্ধের পর অফসাইডে গোল বাতিলে শেষে হেরে যায় আর্জেন্টিনা। ম্যাচ চলাকালে মাঠে দর্শক ঢুকে পড়ে অনেকবার এবং দীর্ঘসময় খেলা বন্ধ রাখতে হয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরুর পর উঠে এলো আরেক চাঞ্চল্যকর খবর। ম্যাচের আগে অনুশীলন ক্যাম্পে আর্জেন্টিনা দল ডাকাতির শিকার হয়েছিল।
প্যারিস অলিম্পিকে ছেলেদের ফুটবল ইভেন্টে দুবারের স্বর্ণজয়ী আলবিসেলেস্তেদের প্রতিনিধি দল লিওনে পুলিশের কাছে ঘটনায় অভিযোগ দায়ের করেছে। নিকটবর্তী সেন্ট-এতিয়েনের প্রসিকিউটর অফিস বৃহস্পতিবার তথ্যটি জানিয়েছে।
ডাকাতি হওয়া জিনিসপত্রের ভেতর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার থিয়াগো আলমাদার ঘড়ি ও আংটিসহ সবকিছু ছিল। ক্ষতির পরিমাণ ৫০ হাজার ইউরো। ফরাসি গণমাধ্যমে প্রতিবেদন, ডাকাতির স্থলে কারো অনুপ্রবেশের প্রমাণ পাওয়া যায়নি।
আকাশী-নীলদের প্রধান কোচ হাভিয়ের মাশ্চেরানো অনাকাঙ্ক্ষিত ঘটনাটি নিয়ে বলেছেন, ‘তারা অনুশীলন ক্যাম্পে গিয়েছিল এবং অলিম্পিক গেমসে আমাদের এখানে এসে ডাকাতি করেছিল। আমরা অনুশীলনের পরে ঘটনা প্রসঙ্গে কিছু বলতে চাইনি। মনে করি না তাতে কোনো কাজ হবে। তবে স্পষ্টতই এ ধরনের ঘটনা মানা যায় না।’
আর্জেন্টিনা ও মরক্কোর ম্যাচ দিয়ে অলিম্পিক ফুটবলের উদ্বোধন হয়েছে বুধবার। ম্যাচ চলাকালে মাঠে দর্শক ঢুকে পড়ে অনেকবার প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটি ম্যাচে দর্শক মাঠে ঢুকে পড়ার কারণ অনুসন্ধানে নেমেছে।
২-২ গোলে সমতায় থাকা ম্যাচ দুই ঘণ্টার বিরতি দিয়ে খেলায় ফিরলে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি ভিএআর অফসাইডে বাতিল হয়। স্টেডিয়াম থেকে দর্শকদের বের করে দেয়ার পর ফাঁকা মাঠে দীর্ঘ বিরতি কাটিয়ে চলা ম্যাচে পরে তিন মিনিটের মতো খেলা চলে। বাকি সময়ে আর গোল না পাওয়ায় আলবিসেলেস্তেরা ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে।
প্যারিস অলিম্পিক কমিটি বলছে, ‘সেন্ট-এতিয়েন স্টেডিয়ামে আর্জেন্টিনা এবং মরক্কোর মধ্যকার ফুটবল ম্যাচ কিছু সংখ্যক দর্শকের মাঠে নেমে পড়ার কারণে স্থগিত করা হয়েছিল। ম্যাচটি আবার শুরু হয় এবং ভালোভাবে শেষ হয়। প্যারিস কারণগুলো বুঝতে এবং উপযুক্ত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের সাথে কাজ করছে।’
ফরাসি ক্রীড়ামন্ত্রী অ্যামেলিয়া ক্যাস্ত্রেরা ঘটনা সম্পর্কে বলেছেন, ‘এটি সামান্য একটি ঘটনা, যা ঘটা উচিত হয়নি। আয়োজক কমিটি এবং ফিফার মধ্যে এ সংক্রান্ত আলোচনা হয়েছে এবং সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আমি প্রতিজ্ঞা করে বলছি, সেন্ট এতিয়েনে সামনের সপ্তাহে আরও একটি ম্যাচ রয়েছে এবং সবকিছু ঠিকঠাক থাকবে।’
ফিফার শৃঙ্খলা কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগও জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।








