এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্যারিস অলিম্পিক গেমসে আর্চারি ইভেন্টে মেয়েদের র্যাঙ্কিং রাউন্ডে বিশ্বরেকর্ড গড়েছেন সাউথ কোরিয়ার লিম সি-হিউন। এ রাউন্ডে আর্চাররা ৭২টি করে তীর মারেন। বৃহস্পতিবার মোট ৭২০ পয়েন্টের মধ্যে লিম ৬৯৪ পয়েন্ট তুলেছেন। শুক্রবার উদ্বোধনের অপেক্ষায় থাকা গেমসের প্রথম বিশ্বরেকর্ড এটি।
২০১৯ সালে কাং চা-ইয়ং ডেন বস ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে ৬৯২ পয়েন্ট তুলে এতদিন রেকর্ডটি দখলে রেখেছিলেন। তার স্বদেশী ২১ বর্ষী লিম যা ভেঙে দিলেন।
বিশ্বরেকর্ড গড়ার পর লিম বলেছেন, ‘আমি খুব স্নায়ুর চাপে ভুগছিলাম। কারণ এটা আমার প্রথম অলিম্পিকে অংশগ্রহণ ছিল। যতটা সম্ভব খেলাটি উপভোগের চেষ্টা করেছি।’
এককের পাশাপাশি মেয়েদের দ্বৈত ও মিশ্র দ্বৈততেও আর্চারি ইভেন্টে অংশ নেবেন লিম। সামনে রয়েছে তিনটি স্বর্ণপদক জয়ের সুযোগ।
কোরিয়ান তরুণী উচ্ছ্বাস লুকাননি। বলেছেন, ‘মিশ্র ম্যাচের চ্যালেঞ্জ নেয়ার সুযোগের জন্য আমি কৃতজ্ঞ। আমি সুযোগটি কাজে লাগাতে চেষ্টা করব।’
ফ্রান্সের সামরিক জাদুঘরের সোনালি গম্বুজের সামনে লনে আর্চারি প্রতিযোগিতা হচ্ছে। যেখানে ফরাসি বিপ্লবের সেনাপতি নেপোলিয়ন বোনাপার্টকে ১৮৬১ সালে সমাধিস্থ করা হয়েছিল। অলিম্পিকে ১৯৮৮ সালে আর্চারি ইভেন্ট চালু হয়।








