খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গত ৫ মাস যাবত ক্লাস বন্ধ থাকার প্রতিবাদে আগামীকাল রোববার ২০ জুলাই সকাল ১১ টায় মানববন্ধন করার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে এক অস্থিতিশীল পরিস্থিতির জের ধরে পরদিন ১৯ ফেব্রুয়ারি সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়।
এই ঘটনার দুই মাস পর ২৪ এপ্রিল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তৎকালীন উপাচার্য ড. মুহাম্মদ মাছুদকে অব্যাহতি দেয়া হয়। পরবর্তীকালে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ দেয়া হলে তিনিও কিছুদিন পরই পদত্যাগ করেন।
ফলে উপাচার্য নিয়োগ, প্রশাসনিক কাজে অনিয়মসহ গত পাঁচ মাস যাবত বন্ধ রয়েছে কুয়েটের সব একাডেমিক কার্যক্রম। শিক্ষার্থীদের মধ্যে কাজ করছে সেশন জটের আতঙ্ক।
কুয়েটে চলমান এই অসঙ্গতির প্রতিবাদ জানাতে এবং দ্রুত ক্লাস শুরু করার দাবি নিয়ে রোববার কুয়েট প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করবেন অভিভাবকবৃন্দ।
কুয়েটের শিক্ষার্থী-শিক্ষকদের ফেসবুক কমিউনিটি ”কুয়েট ইনসাইডার্স” থেকে এ ঘোষণা দেয়া হয়। সেখানে অভিভাবকদের সাথে শিক্ষকদেরও একাত্বতা জানানোর আহ্বান জানানো হয়েছে।








