কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে প্রীতি ম্যাচে স্পেনের বিপক্ষে হারের পথেই ছিল ব্রাজিল। সান্তিয়াগো বার্নাব্যুতে বেশ কঠিন পরীক্ষাই দিতে হয়েছিল সেলেসাওদের। এনড্রিক-পাকুয়েতাদের নৈপুন্যে হার এড়িয়েছে ডোরিভালের দল। তিন পেনাল্টির ম্যাচে ৩-৩ সমতায় শেষ হয়েছে ব্রাজিল-স্পেন লড়াই।
রদ্রির জোড়া গোল এবং ওলমির এক গোলের বিপরীতে ব্রাজিলের হয়ে গোল করেছেন রদ্রিগো, এনড্রিক ও লুকাম পাকুয়েতা।
রিয়াল মাদ্রিদের হোম ভেন্যুতে বল দখলের লড়াই দাপট ছিল স্পেনের। লিডও পেয়েছিল তারা। ১২ মিনিটে পেনাল্টিতে গোল করে ম্পেনকে এগিয়ে নেন। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওলমি। ৪০ মিনিট ব্যবধান কমান রদ্রিগো। ২-১ ব্যবধানে বিরতিতে যায় দুদল।
বিরতির পর ৫২ মিনিটে ব্রাজিলকে সমতায় ফেরান এনড্রিক। ৮৭ মিনিটে পেনাল্টিতে ফের স্পেনকে এগিয়ে নেন রদ্র্রি। ম্যাচ শেষের খানিকটা সময় আগে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান লুকাস পাকুয়েতা। ৩-৩ সমতায় শেষ হয় লড়াই।







