এই খবরটি পডকাস্টে শুনুনঃ
শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল পাকিস্তান। তৃতীয় ও শেষ ওয়ানডেতেও ধারাবাহিক স্বাগতিক দলটি। ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে লঙ্কানদের ৬ উইকেটে হারিয়েছে শাহিন শাহ আফ্রিদির দল। ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হল শ্রীলঙ্কা।
রাওয়ালপিন্ডিতে টসে হেরে আগে ব্যাটে নামে শ্রীলঙ্কা। ৪৫.২ ওভারে ২১১ রানে গুটিয়ে যায় তারা। জবাবে নেমে ৩২ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে পাকিস্তান।
আগে ব্যাটে নামা লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন সাদিরা সামারাবিক্রমা। কুশল মেন্ডিস ৩৪, পাভান রত্নায়েকে ৩২ রান, কামিল মিশারা ২৯ রান এবং পাথুম নিশাঙ্কা ২৪ রান করেন।
পাকিস্তানের হয়ে মোহাম্মদ ওয়াসিম ৩ উইকেট নেন। হারিস রউফ ও ফয়সাল আকরাম নেন দুটি করে উইকেট।
রানতাড়ায় নেমে ফিফটি করেন পাকিস্তান ওপেনার ফখর জামান। ৮ চারে ৪৫ বলে ৫৫ রান করেন তিনি। মোহাম্মদ রিজওয়ান ৯২ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন। হুসাইন তালাত অপরাজিত থাকেন ৪২ রানে। এছাড়া বাবর আজম করেন ৩৪ রান।
শ্রীলঙ্কার হয়ে জেফরি ভেন্ডারসে ৩ উইকেট নেন। মাহেশ থিকসানা নেন ১ উইকেট।








