এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে হেরেছে পাকিস্তান। সফরকারী প্রোটিয়ারা প্রথম ম্যাচ জিতেছে ৫৫ রানের বড় ব্যবধানে। শূন্য রানে আউট হয়ে টি-টুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক হওয়ার রেকর্ড করা হয়নি পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমের। অলরাউন্ডিং পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন জর্জ লিন্ডে।
রাওয়ালপিন্ডিতে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আ্লী আঘা। নির্ধারিত ২০ ওভারে ৯ উিইকেট হারিয়ে ১৯৪ রান তোলে সাউথ আফ্রিকা। জবাব দিতে নেমে ১৮.১ ওভারে ১৩৯ রান তুলতেই অলআউট হয় স্বাগতিকেরা। প্রোটিয়ারা জয় পায় ৫৫ রানে।
সাউথ আফ্রিকার পক্ষে ৪০ বলে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন রেজা হেনড্রিকস। ২২ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন জর্জ লিন্ডে। এছাড়া ১৬ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন টনি ডি জর্জি। পাকিস্তানের বাঁহাতি স্পিনার মোহাম্মদ নাওয়াজ ২৬ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। এছাড়া সাইম আইয়ুব নেন ২ উইকেট।
স্বাগতিক পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেন ওপেনার সাইম আইয়ুব। এছাড়া মোহাম্মদ নাওয়াজ করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান। আরেক ওপেনার সাহিবজাদা ফারহানের থেকে আসে ২৪ রান। উসমান খানের ১২ রান ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি।
প্রোটিয়াদের পেসার করবিন বস ১৪ রানে নিয়েছেন ৪ উইকেট। লিন্ডের পকেটে ঢুকেছে আরও ৩ উইকেট যা তাকে ম্যাচসেরা করেছে। ২টি উইকেট নিয়েছেন লিজাড উইলিয়ামস।








