রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে স্পিন বিপর্যয়ে পড়ে খুব বেশি রান করতে পারেনি ইংল্যান্ড। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তানও বিপর্যয়ে পড়েছিল। সেখান থেকে হাল ধরেন বাঁহাতি ব্যাটার সৌদ শাকিল। তার সেঞ্চুরির ১৩৪ রানের সুবাদে প্রথম ইনিংসে লিড পেয়েছে স্বাগতিক দল।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও সাজিদ খান ও নোমান আলীর তোপে পড়েছে ইংল্যান্ড। ২৪ রান তুলতে ৩ উইকেট হারিয়েছে তারা।
শাকিল চার ব্যাটারের সাথে ফিফটির বেশি জুটি গড়েছেন। প্রথমে শান মাসুদের সাথে ৫৩ রানের, মোহাম্মদ রিজওয়ানের সাথে ৫২ রানের, নোমান আলীর সাথে ৮৮ রানের এবং সাজিদ খানের সাথে ৭২ রানের জুটি গড়েন।
পাকিস্তানের ইনিংসে মাটি কামড়ে সেঞ্চুরি করেছেন শাকিল। ১৩৪ রানের ইনিংসের পথে ২২৩ বল খেলেছেন, বাউন্ডারি মেরেছেন মাত্র ৪টি। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন টানা তিন ইনিংসে ইংল্যান্ডের সবগুলো উইকেট নেয়া দুই স্পিনার সাজিদ ও নোমান।
দলের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে ডানহাতি স্পিনার সাজিদের থেকে, করেছেন ৪৮ রান। পরের স্কোরটি অপর স্পিনার নোমানের, করেছেন ৪৫ রান। সবমিলিয়ে পাকিস্তান ৩৪৪ রান করলে প্রথম ইনিংসে ৭৭ রানের লিড পায়।
ইংল্যান্ডের লেগ স্পিনার রেহান আহমেদ ৪টি, আরেক স্পিনার শোয়েব বশির ৩টি উইকেট নিয়েছেন। গাস অ্যাটকিনসন ২টি এবং জ্যাক লিচ নিয়েছেন ১টি উইকেট। প্রথম ইনিংসে ২৬৭ রান করেছিল সফরকারী ইংল্যান্ড।








