এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পাকিস্তানের সাদা বলের দুই ফরম্যাটে অধিনায়ক করা হয়েছে উইকেটকিপার-ব্যাটার ৩২ বর্ষী মোহাম্মদ রিজওয়ানকে। তিনি ওয়ানডে এবং টি-টুয়েন্টিতে নেতৃত্ব দেবেন। নভেম্বরে অস্ট্রেলিয়ায় তার প্রথম পরীক্ষা। দলে ফিরেছেন সাবেক অধিনায়ক বাবর আজম, দুই পেসার শাহিন আফ্রিদি এবং নাসিম শাহ।
পাকিস্তান সাদা বলে সহ-অধিনায়ক করেছে সালমান আলী আঘাকে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে অধিনায়কত্ব করবেন ৩০ বর্ষী অলরাউন্ডার। ওই সিরিজে বিশ্রামে থাকবেন রিজওয়ান।
রিজওয়ান বিবৃতিতে বলেছেন, ‘এ দায়িত্বে আমার সর্বোচ্চটা দিতে চাই এবং নির্বাচক, কোচ ও আমার অত্যন্ত মেধাবী সতীর্থদের নিয়ে খুব কাছে থেকে কাজ করতে চাই। একসাথে, আমরা আমাদের ভক্ত এবং সমর্থকদের প্রত্যাশা পূরণ এবং সেটিকে পেরিয়ে যাওয়ার আশা করছি।’
দুই বাঁহাতি ওপেনার ফখর জামান ও ইমাম-উল-হককে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের কোনো সিরিজে রাখা হয়নি। একইসাথে তারা কেন্দ্রীয় চুক্তির থেকেও বাদ পড়েছেন। ডানহাতি পেসার মোহাম্মদ হাসনাইনকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখলেও ওয়ানডে স্কোয়াডে রাখা হয়েছে।
শাদাব খান বাদ পড়েছেন, ঢুকেছেন বাঁহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম। যিনি দুই সিরিজে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকবেন। জিম্বাবুয়ে সিরিজে দলে জায়গা পেয়েছেন অফস্পিনার কাসিম আকরাম।








