এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে ১১ রানে হেরে এশিয়া কাপ শেষ করেছে বাংলাদেশ। এই জয়ে এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। বাংলাদেশকে হারিয়ে ফাইনালের আগে আত্মবিশ্বাসী পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা।
বৃহস্পতিবার আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে ব্যাটে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করেছে দলটি। জবাবে ৯ উইকেটে ১২৪ রানে যেতে পারে বাংলাদেশ। পরে ভারতের বিপক্ষে যথেষ্ট ভালো করার কথা বলেছেন পাকিস্তান অধিনায়ক।
‘আমরা যখন এধরনের ম্যাচে জয় পাই, তখন বুঝতে হবে আমরা একটা বিশেষ দল। সবাই অনেক ভালো খেলেছে। ব্যাটিংয়ে কিছু উন্নতির দরকার আছে, তবে আমরা সেটি নিয়ে কাজ করবো।’
ভারতকে হুঁশিয়ারিবার্তা দিয়ে সালমান বলেছেন ‘আমরা দারুণ উচ্ছ্বসিত। আমরা জানি আমাদের কী করতে হবে। আমরা যেকোনো দলকে হারানোর জন্য যথেষ্ট ভালো। আমরা রোববার আসব এবং ভারতকে পুরোদমে হারানোর চেষ্টা করবো।’








