এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে ‘এ’ গ্রুপের তলানির দুদল বাংলাদেশ ও পাকিস্তানের নিয়মরক্ষার ম্যাচে রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে হয়নি টস। একটি বলও মাঠে না গড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ম্যাচ শেষে ভুল থেকে শিক্ষা নেয়ার কথা বলেছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।
২৯ বছর পর পাকিস্তানে আয়োজিত কোনো আইসিসি আসরে সুবিধা করতে পারেনি পাকিস্তান। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হারের পর ভারতের কাছে ৬ উইকেটে হেরে আসর থেকে আগেভাগে বিদায় নিশ্চিত হয় স্বাগতিকদের।
শেষ ম্যাচটি পরিত্যক্ত হওয়ার পর রিজওয়ান বলেছেন, ‘গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। এতে কারও হাত নেই। পুরো জাতির প্রত্যাশা ছিল অনেক উঁচুতে। কিন্তু আমরা পারফর্ম করতে পারিনি। ভুল থেকে শিক্ষা নিতে হবে। আশা করছি, এরপর নিউজিল্যান্ডে যাবো এবং সেখানে পারফর্ম করতে পারব। ওই সিরিজে আমরা ভালো করতে পারি।’
‘মূলত, যে অস্ট্রেলিয়া এবং এখানে ভালো খেলছিল সে চোটে পড়েছে। দল বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে এগিয়ে যেতে হবে, কারণ আপনি পাকিস্তানের জন্য খেলছেন। আমরা কোনো অজুহাতে দিতে চাই না। সাইম আইয়ুব ও ফখর জামানের বিষয়েও কোনো অজুহাত দিতে চাই না।’
‘পাকিস্তানের বেঞ্চ শক্ত। চ্যাম্পিয়ন্স কাপে আমাদের পাঁচটি দল আছে। আমরা উঁচু স্তরের দিকে তাকাতে পারি না। এ মুহূর্তে পাকিস্তান ক্রিকেটে কী আছে সেটা দেখতে হবে। আমি কিছু বলব না, এটা হতাশার। হতাশার যে আমরা পারফর্ম করতে পারিনি। আশা করি কঠোর পরিশ্রমের মাধ্যমে পরবর্তী আসরে ভালো করতে পারব।’
অন্যদিকে, ম্যাচ পরিত্যক্ত ঘোষণার পর হতাশার কথা শোনান নাজমুল হোসেন শান্ত। বলেন, ‘অবশ্যই খুবই হতাশাজনক। আমরা এসব নিয়ন্ত্রণ করতে পারছি না। খেলতে চেয়েছিলাম, কিন্তু বৃষ্টি কখনোই আমাদের নিয়ন্ত্রণে থাকে না।’
ভুল থেকে শিক্ষা নেয়ার কথাও বলেন বাংলাদেশ অধিনায়ক। বলেছেন, ‘যে দুটি ম্যাচ আমরা খেলেছি। যদিও আমরা হেরেছি, তবে যেভাবে খেলেছি, কিছুটা লড়াই করেছি। আমরা দীর্ঘ সময়ের জন্য ম্যাচ ধরে রাখতে পেরেছি। আমরা কিছু ভুল করেছি যার মূল্য দিতে হয়েছে। ভুল থেকে শিক্ষা নেয়ার চেষ্টা করব। সামনের দিকে আমরা সঠিক পরিকল্পনা করব এবং সেগুলো বাস্তবায়নের চেষ্টা করব।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপের লড়াইয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ গড়ানোর কথা ছিল স্থানীয় সময় দুপুর ২টায়। দেড়টার দিকে বৃষ্টি না থাকলেও আউটফিল্ড খেলার জন্য উপযুক্ত না হওয়ায় টস গড়ায়নি। মিনিট দশেক পর ফের বৃষ্টি নামে। প্রায় দুঘণ্টা অপেক্ষার পর স্থানীয় সময় সাড়ে তিনটায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন অফিসিয়ালরা। কোনো জয় ছাড়াই আসর শেষ হল বাংলাদেশ ও পাকিস্তানের। অবশ্য দুদলই ১ পয়েন্ট করে পেয়েছে ঝুলিতে।








