এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানে টি-টুয়েন্টি সিরিজ হারের পর বাংলাদেশ দল এখন পাকিস্তানে। সেখানে সালমান আলী আঘার দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে অধিনায়ক লিটন দাসের দল। তার আগে লাহোরে ফ্লাড লাইনে অনুশীলন শুরু করেছে টিম টাইগার্স।
সোমবার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম অনুশীলনে নামে বাংলাদেশ। উপস্থিত ছিলেন টাইগারদের নতুন পেস বোলিং কোচ শন টেইট। নিয়োগ হওয়ার পর সাবেক অজি ক্রিকেটার পাকিস্তানে দলের সাথে যুক্ত হয়েছেন।
দলের অনুশীলন নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, ২৮ মে পাকিস্তানের বিপক্ষে শুরু হতে চলা তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের আগে লাহোরে বাংলাদেশ দল তাদের প্রথম অনুশীলন শুরু করেছে।
আইপিএলের মাঝপথে ডাক পাওয়া পেসার মোস্তাফিজুর রহমান চোটের কারণে ছিটকে গেছেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে আলো ছড়ানোর ম্যাচেই বাম হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন টাইগার পেসার। তাতে পাকিস্তান সফর থেকে ছিটকে গেছেন। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন পেসার খালেদ আহমেদ।
পাকিস্তান সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ হলেও ভারত-পাকিস্তান যুদ্ধের দামামায় পিছিয়ে যায় পাকিস্তান সুপার লিগ, যাতে কমে যায় দুটি ম্যাচ। আগামী ২৮ মে সিরিজের প্রথম ম্যাচ গড়াবে। ৩০ মে ও ১ জুন গড়াবে বাকি দুটি ম্যাচ। তিনটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।







