এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান বর্তমানে জেলে আছেন। তবে পাকিস্তানে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মন্তব্য করতে ছাড়েননি সাবেক অলরাউন্ডার। স্বাগতিকদের পারফরম্যান্সের সমালোনা করেছেন তিনি।
পাকিস্তানের খেলার সমালোচনা করার কথা জানিয়েছেন ইমরানের বোন আলিমা খান। আদিয়ালা জেলের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধানের বোন। সেখানে আলিমা বলেছেন, এভাবে পক্ষপাতিত্ব মূলক ক্রিকেট চলতে থাকলে উন্নতি হবে না।
ইমরান খানের কথা উল্লেখ করে আলিমা খান বলেছেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জেলে বসে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখেছেন। দেশের খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে হতাশা ব্যক্ত করেছেন, ‘হারের কারণে তিনি দুঃখ পেয়েছেন এবং পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির ক্রিকেটীয় জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন।’
২৯ বছর পর পাকিস্তানে হওয়া আইসিসির কোনো আসর থেকে গ্রুপপর্বেই বিদায় নিয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬০ রানের হারের পর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটের পরাজয়ে আসর থেকে প্রথম দল হিসেবে বিদায় নেয় দেশটি।
আগামী ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের পর বিদায় নেয়া আরেক দল বাংলাদেশের বিপক্ষে নামবে স্বাগতিকরা। বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে।








