এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে মিরপুরে কয়েকদিন অনুশীলন করেছিলেন নাজুমল হোসেন শান্তরা। নিজেদের মধ্যে খেলেছিলেন প্রস্তুতি ম্যাচও। আসর শুরুর আগে দুবাইতে পাকিস্তান শাহীনসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে টিম টাইগার্স। এসবের পরও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টাইগারদের ঠিকঠাক প্রস্তুতি হয়নি, বলছেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
আসরে ভালো হয়নি বাংলাদেশের। ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে নামবে টিম টাইগার্স। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় বিকেল তিনটায় গড়াবে লড়াই। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এসে প্রস্তুতির ঘাটতির কথা শোনালেন সালাউদ্দিন।
‘আমি বলব আমাদের হয়ত প্রস্তুতিটা খুব ভালো হয়নি। মনে করি এটা একটা বড় ধরনের ফ্যাক্টর ছিল। আসলে অজুহাত দিতে চাই না। কারণ যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আসবেন তখন আপনাকে তাড়াতাড়ি মানিয়ে নিতে হবে। হয়ত টেস্ট খেলবেন, সাথে আপনাকে টি-টুয়েন্টি, ওয়ানডেতেও খেলতে হতে পারে।’
‘এটা কোন অজুহাত না। অজুহাতও দিতে চাই না। দ্রুতই মানিয়ে নেয়া দরকার ছিল, এই জায়গায় বড় মিস হয়ে গেছে। একটা সংস্করণ থেকে অন্য একটা সংস্করণে কীভাবে মানিয়ে নিতে হয়, এগুলোর যে মানসিক দিক আছে সেগুলো তাড়াতাড়ি মানিয়ে নিতে হবে। তাহলে এপর্যায়ে আমাদের ভালো হবে।’
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছিল গত ডিসেম্বরে। অথচ সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলেছে পাকিস্তান। চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। দুবাইয়ে যাওয়ার আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে ভারত। সেকারণে বাকিদের সঙ্গে নিজেদের প্রস্তুতির পার্থক্য দেখছেন টাইগার সহকারী কোচ।
বলেছেন, ‘এই টুর্নামেন্ট খেলতে আসার আগে তারা যথেষ্ট প্রস্তুতি নিয়ে এসেছে। তারা এসেছে একটা ত্রিদেশীয় সিরিজ খেলেছে, পাকিস্তানে এসে যদি ত্রিদেশীয় সিরিজ খেলতাম, সেখানে একটা প্রস্তুতির বিষয় আছে। ভারত, ইংল্যান্ডও কিন্তু তারা ৫০ ওভারের প্রস্তুতি নিয়েছে। আমরা কিন্তু সেই প্রস্তুতি নিয়ে আসতে পারিনি। আমরা একটা বিপিএল খেলার পরই দুদিন পর ফ্লাই করেছি। প্রস্তুতি একটা বড় ব্যাপার। পরিকল্পনাটা কীভাবে করবেন এটা শুধু খেলোয়াড় না আমরা যারা ম্যানেজমেন্টে আছি তাদেরও সেভাবে চিন্তা করতে হবে। যারা বোর্ডে আছে তাদেরকেও সেভাবে চিন্তা করতে হবে।’
অবশ্য প্রস্তুতির এমন ঘাটতির দায় কাউকে দিতে চান না সালাউদ্দীন। বলেছেন, ‘দায়ী তো দুনিয়ার সবাইকেই করা যায় চাইলে। আমরা হয়ত আদায় করতে পারি না। যারা ম্যানেজমেন্ট আছে তাদেরকে আদায় করতে হবে। বিপিএল যদি ১৫ দিন আগে শেষ করা যেত, ইচ্ছা করলেই শেষ করা যেত। তাহলেই হয়ত প্রস্তুতি নেয়া যেত। যা হওয়ার হয়ে গেছে। কীভাবে সামনে এগোতে পারি, এটা আসলে খেলোয়াড়দের বলে লাভ নাই। তারা খেলবে। কীভাবে সাহায্য করে তাদেরকে ভালোটা বের করতে পারি, আমরা আসলে সাহায্যকারী। আমাদের সবাই মিলেই ছেলেদের বড় করতে হবে। আশাবাদী কিছুটা হয়ত পরিবর্তন হতে পারে, বাকিটা জানি না।’








