পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬০ রানের বিশাল ব্যবধানে প্রথম টেস্টে হেরেছে পাকিস্তান। হারা ম্যাচে জরিমানার মুখে পড়েছে দলটি। স্লো ওভার রেটের কারণে আইসিসি জরিমানা করেছে পাকিস্তানকে। অধিনায়ক শান মাসুদ দোষ স্বীকার করে শান্তি মেনে নেয়ায় শুনানির প্রয়োজন পড়েনি। সঙ্গে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে পয়েন্টও কাটা যাবে তাদের।
নতুন অধিনায়ক শান মাসুদের নেতৃত্বে প্রথম সিরিজের প্রথম ম্যাচের ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের মোট পয়েন্ট থেকে দুই পয়েন্টও কাটা যাবে শাহিন আফ্রিদি-আমের জামালদের।
আইসিসির ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের দুইয়ে পাকিস্তানের অবস্থান। তাদের পয়েন্ট ছিল ৬৬.৬৭, ৩৬০ রানের বিশাল ব্যবধানে হারের পর সেটি কমে ৬১.১১তে দাঁড়িয়েছে।
আইসিসির কোড অব কন্ডাক্টের ধারা ২.২২ অনুযায়ী ওভার রেটের সাথে সম্পর্কিত, যাতে খেলোয়াড়রা নির্ধারিত সময়ের মধ্যে বল করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য ৫ শতাংশ ম্যাচ ফি কাটা যাবে।
চ্যাম্পিয়নশিপের ১৬.১১.২ ধারা অনুযায়ী জরিমানার প্রতি ওভারের জন্য চ্যাম্পিয়নশিপের পয়েন্ট থেকে একটি করে কাটা যাবে। তাতে দুই ওভারের জন্য পাকিস্তানের মোট পয়েন্ট থেকে দুই পয়েন্ট কাটা যাবে।
আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ পাকিস্তানের উপর এ জরিমানা আরোপ করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে তিনি পাকিস্তানের দুই ওভার কম বল করার প্রমাণ পেয়েছেন। অভিযোগ তুলেছিলেন অনফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন এবং রিচার্ড ইলিংওয়ার্থ। থার্ড আম্পায়ার মাইকেল গফ এবং ফোর্থ আম্পায়ার ডনোভান কোচ তাদের সাথে একমত পোষণ করেন।
মেলবোর্নে বক্সিং-ডেতে সিরিজের দ্বিতীয় টেস্ট নামবে দল দুটি।








