এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। এর বিকল্প কোনো পথ নেই, অন্য পথে গেলে তা হবে বাংলাদেশের জন্য বিপদ এবং দেশের মানুষ তা মেনে নেবে না।
আজ শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, বিএনপি ক্ষমতায় আসলে তথ্য প্রযুক্তি এবং কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়ে শিক্ষা ক্ষাতে বাজেটে জিডিপির ৫ শতাংশ বরাদ্ধ দেবে।
সম্মেলনে আরও বক্তৃতা করেন, শিক্ষক কর্মচরী ঐক্যজোটের কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়া, অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন, সাংবাদিক জাহিদুল করিম কচিসহ আগত অতিথিরা।








