ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে ২১ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
আজ (২৪ নভেম্বর) সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ভোটিং বিষয়ে ডাক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সামনে নিবন্ধন প্রক্রিয়ার সর্বশেষ এই অগ্রগতি তুলে ধরেন ওসিভি, এসডিআই ও আইটি বিভাগের কর্মকর্তারা।
নিবন্ধন প্রক্রিয়ায় সবচেয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া। দুপুর পর্যন্ত প্রায় ৮ হাজার দক্ষিণ কোরিয়া প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। এছাড়া জাপানে প্রায় ৫ হাজার এবং দক্ষিণ আফ্রিকায় প্রায় আড়াই হাজার প্রবাসী এই অ্যাপে নিবন্ধন সম্পন্ন করেছেন। ধারাবাহিকভাবে অন্যান্য দেশ থেকেও ভোটার নিবন্ধনের সংখ্যা বাড়ছে।
বর্তমানে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিশ্বের ৫৭টি দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া চলছে। পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের জন্য নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। পাশাপাশি উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলেও একইভাবে নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে।
ইসি সূত্র জানিয়েছে, প্রবাসী ভোটারদের জন্য প্রথমবারের মতো মোবাইল অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালট নিবন্ধন সুবিধা চালু করা হয়েছে। এর ফলে প্রবাসী বাংলাদেশিরা সহজে ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারছেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
নির্বাচন কমিশন আশা করছে, নিবন্ধনের সময়সীমা থাকা পর্যন্ত আরও বিপুল সংখ্যক প্রবাসী এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করবেন এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন।







