স্প্যানিশ সুপার কাপে সেমিফাইনালে বার্সেলোনার কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ওসাসুনা। রবার্ট লেভান্ডোভস্কির করা ম্যাচের প্রথম গোল নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়েছিল। শেষে লামিন ইয়ামালের গোলের পর ২-০ ব্যবধানে হেরে ‘সুপার কাপ রিয়াল-বার্সার জন্য’ এমন বলছেন সার্জিও হেরেরা।
বেশকিছু সুযোগ হাতছাড়া করার পর ম্যাচে প্রথম গোলের দেখা পান লেভান্ডোভস্কি। পরে ইয়ামালের গোলে জয় নিশ্চিত হওয়ায় ফাইনালে বার্সার দেখা হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে আসা রিয়াল মাদ্রিদের সাথে। তবে ওসাসুনা মনে করছে পোলিশ স্ট্রাইকারের করা গোলটি হোসে আর্নিয়াজকে ফাউলের মাধ্যমে করা হয়েছে। কিন্তু রেফারি ফাউল বা ভিএআরের কিছুই দেখেননি।
হেরেরা বলছেন, ‘এ প্রতিযোগিতাটি বার্সেলোনা অথবা রিয়াল মাদ্রিদকে জেতানোর জন্য করা হয়েছে। অবশ্য, তারা সবচেয়ে বেশি অর্থ জোগানো দুটি দল। যারা এর সাথে দ্বিমত পোষণ করবে তারা খেলা দেখে না।’
রেফারিং নিয়ে হতাশা প্রকাশ করে দলটির ডিফেন্ডার ডেভিড গার্সিয়া বলেছেন, ‘আপনারা সবাই দেখেছেন। কতগুলো ফাউল কীভাবে ডাকা হয়েছে, কতগুলো ফাউল বার্সেলোনার পক্ষে ডাকা হয়েছে। এটা স্পষ্ট ছিল। তিন মিনিট পর, একই ধরনের খেলায়, একই পক্ষে বাঁশি বাজানো হয়েছে। আপনি কী বলবেন? আমার কাছে স্পষ্ট, সবসময় একই দলকে সুবিধা দেয়া হয়।’
রোববার আল আওয়াল স্টেডিয়ামে ফাইনালে দেখা হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ও বার্সার। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা শিরোপা ধরে রাখার জন্য উন্মুখ।








