সম্প্রতি অবমুক্ত হলো আনিসুর রহমান রানার গানচিত্র ‘উত্তরাধিকার’। রানার কথা, সুর ও গায়কীর এই গানের ভিডিওগ্রাফি করেছেন এস এইচ পলাশ। গানটির চিত্রায়ন হয়েছে কানাডায়।
বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাসএক্সপেরিয়েন্স থেকে প্রকাশিত গানটি সম্পর্কে রানা জানিয়েছেন, তিনি গানটি লিখেছেন তার ছেলেকে কেন্দ্র করে। সন্তানের প্রতি বাবার ভালোবাসা, মায়া, চাওয়া-পাওয়া, স্বপ্ন এবং বাধা পেরিয়ে মানুষের মতো মানুষ হওয়ার পথ প্রদর্শনের কথা আছে এই গানে।
মায়ের অনুপ্রেরণায় ঝংকার ললিত কলা একাডেমিতে কানাডা প্রবাসী রানার গান শেখা শুরু। নব্বই দশকে বাংলা ব্যান্ডের রমরমা দেখে সংগীতজগতে বিচরণ করার তাড়না অনুভব করেন রানা। বিশেষ করে কলেজের অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর গিটার বাজানো দেখেই তার গিটার শেখার আগ্রহ জন্মায়। তৎকালীন সময়ের অন্যতম গিটারিস্ট বাবু’র কাছে তালিম নেন তিনি।
আন্ডারগ্রাউন্ড ব্যান্ড হিসেবে হেবি মেটাল গান করতেন রানা। শূন্য দশকের শুরুতে কানাডা চলে যাওয়ায় সংগীতে লম্বা বিরতি পড়ে। পরে সেখানে অবস্থানকালেই ২০১২ সালে আবার সংগীতে নিয়মিত হন। দুর্নিবার ও যান্ত্রিক ব্যান্ড-এ বাজানোর পরে বর্তমানে গিটারিস্ট হিসেবে আছেন কানাডার টরন্টো শহরের ‘ঝড়’ ব্যান্ড-এর সাথে।








