এই খবরটি পডকাস্টে শুনুনঃ
৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইনে আবেদন সময়সীমা স্থগিত করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন।
সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।
জনসংযোগ কর্মকর্তা জানান: সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ২৮.১১.২০২৪ তারিখের ৮০,০০,০০০০,২০০,৪৬,০৪৪.২৪-২৬৬ নম্বর স্মারকের মাধ্যমে ৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এর অনলাইন আবেদন ১০ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখ সকাল ১০:০০ টা থেকে শুরু এবং ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখ রাত ১১:৫৯ মিনিটে শেষ হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে স্থগিত করা হলো।
অনলাইনে আবেদন শুরু এবং শেষ হওয়ার সময় ও তারিখ বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের অনুমোদনক্রমে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) আপডেট দেয়া হবে।
৪৭তম বিসিএসে চাকরিপ্রত্যাশীরা ক্যাডার সার্ভিসে মোট ৩ হাজার ৪৮৭ শূন্য পদের জন্য পরীক্ষায় অংশ নেবেন।







