বাংলাদেশের বিনোদন জগতে বিরল রেকর্ড গড়লো জনপ্রিয় সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’। মুক্তির মাত্র ১ দিনের মধ্যেই ১ কোটি ভিউ অতিক্রম করেছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত তুমুল আলোচিত এই সিরিয়ালটির একটি পর্ব!
বাংলাদেশের নাটক, সিনেমা কিংবা গানের কোনো কনটেন্টে ১ দিনের মধ্যেই ১ কোটি ভিউ আগে কখনই দেখা যায়নি!
প্রচারের পর থেকে দেশ-বিদেশের দর্শকদের বিপুল সাড়া পাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’। ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে দর্শকরা ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবার ২৫ তম পর্বে এসে একদিনে কোটি ভিউ দিয়ে নজিরবিহীন রেকর্ড গড়লো নাটকটি।
একটি মধ্যবিত্ত পরিবারের সদস্যদের আবেগ, অনুভূতি ও টানাপড়েনের গল্পের সঙ্গে নির্মাতা রাজের নির্মাণ মুন্সিয়ানা ও বাস্তবতার ছোঁয়া দর্শকদের সঙ্গে গভীরভাবে সংযোগ তৈরি করেছে বলেই এই অভূতপূর্ব সাফল্য এসেছে বলে ধারণা করা যাচ্ছে।
সেই সঙ্গে নাটকের প্রতিটি চরিত্র বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে। অল্প সময়ের মধ্যে এত বিপুল দর্শকসংখ্যা প্রমাণ করে মানসম্মত দেশীয় নাটকের প্রতি দর্শকদের আগ্রহ কমেনি, বরং দিন দিন আরও বাড়ছে; এমনটাই মনে করছেন নাটকের সঙ্গে সংশ্লিষ্টরা।
‘এটা আমাদেরই গল্প’-এর এই সাফল্য শুধু একটি নাটক বা গানের অর্জন নয়, বরং বাংলাদেশের ডিজিটাল কনটেন্ট ইন্ডাস্ট্রির জন্যও একটি বড় অনুপ্রেরণা বলে মনে করা হচ্ছে।
সিরিয়ালটির গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।
সপ্তাহের প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আই-এর পর্দায় এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’র নতুন পর্ব।







