আইসিসি প্রকাশিত ওয়ানডে র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকার শীর্ষস্থানে আবারো পরিবর্তন এসেছে। ভারতের পেসার মোহাম্মাদ সিরাজকে টপকে এক নম্বরে উঠে এসেছেন প্রোটিয়া বাঁহাতি স্পিনার কেশব মহারাজ।
এই নিয়ে তিন সপ্তাহে ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে তৃতীয়বারের মতো শীর্ষস্থানে পরিবর্তন এসেছে। প্রথমে সবার উপরে উঠেছিলেন শাহিন শাহ আফ্রিদি। এরপর কিস্তানি পেসারকে সরিয়ে এক নম্বর স্থানে উঠেছিলেন সিরাজ। এবার তাকে নিচে নামিয়ে শীর্ষে এসেছেন মহারাজ। তিন নম্বরে রয়েছেন অজি লেগস্পিনার অ্যাডাম জাম্পা।
ব্যাটারদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষেই অবস্থান করছেন টিম ইন্ডিয়ার ব্যাটার শুভমন গিল। দুইয়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিনে রয়েছেন কুইন্টন ডি কক, চতুর্থ স্থানে বিরাট কোহলি। এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে রোহিত শর্মা।
ব্যাটিংয়ের র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। আফগানিস্তানের বিপক্ষে ১২৮ বলে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলার সুবাদে ১৭ ধাপ এগিয়ে তিনি র্যাঙ্কিংয়ের ২১ তম স্থানে এসেছেন।
বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১৭৭ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলা মিচেল মার্শ ১১ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে রয়েছেন। পাঁচ ধাপ এগিয়ে পাকিস্তানের ফখর জামানের সঙ্গে যৌথভাবে ১৩ নম্বরে অবস্থান করছেন শ্রেয়াস আয়ার।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার উপরে আছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।








