আক্রমণাত্মক শুরু করেও নিউজিল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ে সংগ্রহটা বেশি বড় করতে পারেনি ইংল্যান্ড। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জো রুটের ৭৭ রানের ইনিংসে ২৮২ সংগ্রহ পেয়েছে গত আসরের চ্যাম্পিয়ন দলটি।
আহমেদাবাদে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২৮২ রান তোলে জশ বাটলারের দল। জয়ে আসর শুরু করতে নিউজিল্যান্ডের প্রয়োজন ২৮৩ রান।
ইংল্যান্ড প্রথম ওভারেই বোর্ডে জমা করেছিল ১২ রান। বল হাতে খরুচে ছিলেন ট্রেন্ট বোল্ট। আরেক নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরি নিয়ন্ত্রিত বোলিং করে রানের গতিতে খানিকটা লাগাম টানেন, ডেভিড মালানকে ফিরিয়ে দেন সাজঘরে।
দলীয় ৪০ রানে ভাঙে ইংলিশদের ওপেনিং জুটি। হেনরির অফস্টাম্পের বাইরের বলে খেলতে গিয়ে পূর্ণ ভারসাম্য রাখতে পারেননি মালান। এ ওপেনার ২৪ বলে ২ চারে ১৪ রান করে ল্যাথামের গ্লাভসবন্দি হন।
১২.৫ ওভারে দলীয় ৬৪ রানে জনি বেয়ারস্টোকে ফেরান মিচেল স্যান্টনার। ৩৫ বলে ৩৩ রান করে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এ ওপেনার। ১৭তম ওভারের শেষ বলে দলীয় ৯৪ রানে তৃতীয় ব্যাটার হারায় ইংল্যান্ড। রাচিন রবীন্দ্রের বলে ডেভন কনওয়ের ক্যাচ হয়ে ফেরেন হ্যারি ব্রুক। ১৬ বলে ২৫ রান করে যান।
পাঁচে নামা মঈন আলীও টিকতে পারেননি বেশিক্ষণ। ২২তম ওভারের দ্বিতীয় বলে শিকার হন গ্লেন ফিলিপসের। ১৭ বলে ১১ রানে করে বোল্ড হন ইংলিশ অলরাউন্ডার।
পরে জো রুট ও জশ বাটলার জুটিতে ৭০ রান যোগ করে ইংল্যান্ড। ৩০তম ওভারের চতুর্থ বলে ফিফটি পূর্ণ করেন রুট। রুট-বাটলার জুটিতে আঘাত হানেন হেনরি। ৩৩.২ ওভারে দলীয় ১৮৮ রানে ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাটলার। ৪২ বলে ৪৩ রান করেন।
৩০তম ওভারের পঞ্চম বলে দলীয় ২২১ রানে লিয়াম লিভিংস্টোনকে হেনরির ক্যাচ বানিয়ে ফেরান বোল্ট। ২২ বলে ২০ রান করেন লিয়াম। দুই ওভার পর সুইপশট খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন রুট। ফিলিপসের শিকার হওয়ার আগে ৮৬ বলে ৭৭ রান করেন।
৪৫তম ওভারের শেষ বলে দলীয় ২৫০ রানে অষ্টম উইকেট হারায় ইংল্যান্ড। মিচেল স্যান্টনারের বলে উইল ইয়াংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ক্রিস ওকস। ১২ বলে ১১ রান করে যান তিনি। চার বল পর স্যাম কারেন ফেরেন হেনরির শিকার হয়ে। ল্যাথামের হাতে ক্যাচ দেয়ার আগে ১৯ বলে ১৪ রান করে যান।
এরপর আদিল রশিদ ও মার্ক উড ইনিংস শেষ করেন। আদিল অপরাজিত থাকেন ১৩ বলে ১৫ রানে, উড ১৪ বলে ১৩ রানে।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন ম্যাট হেনরি। গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনার নেন দুটি করে উইকেট। রাচিন রবীন্দ্র ও ট্রেন্ট বোল্ট নেন করে উইকেট।








