বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এখন কথা বলার স্বাধীনতা আছে। অন্তর্বর্তীকালিন সরকারের বিরুদ্ধে কথা বললেও কেউ আয়নাঘরে বন্দী করে রাখবে না। এজন্যই ১৭ বছর সংগ্রাম করেছে বিএনপি।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) গণঅভ্যুত্থানে শহীদ পারভেজ ও সৈকত চন্দ্র দের পরিবারকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন ও বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
এসময় ছাত্র-জনতার আন্দোলন দমাতে ভিনদেশি বাহিনীকে দেশে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।
বিদ্যুতের ঘাটতি প্রসঙ্গে তিনি বলেন, শুধুমাত্র ভারতকে খুশি করতেই নিম্নমানের যন্ত্রপাতি এনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে।







