শুক্রবার বিমসটেক সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়কে যৌক্তিক দাবি বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শুধু শেখ হাসিনাই নয়, তার সহযোগীদেরও ফিরিয়ে আনতে হবে। আর বিমসটেক সম্মেলনে ড. ইউনূসের ভাষণে নির্বাচন নিয়ে বক্তব্য দেয়াকে ইতিবাচক মন্তব্য মনে করে তিনি বলেন, বিএনপি সবসময় সংস্কার ও নির্বাচনের পক্ষে।







