প্রকাশ পেয়েছে আরিফিন শুভ ও ঐশী অভিনীত ‘নূর’ ছবির গান ‘স্বপ্ন’। রায়হান রাফী পরিচালিত মুক্তির অপেক্ষায় থাকা এ ছবির প্রকাশিত গানটিতে শুভ-ঐশীর রোমান্স নজর কেড়েছে। গানের কথাগুলোতে ধরা পড়েছে অপেক্ষা, প্রেম আর হারানোর ভয়ের নিঃশব্দ কাঁপন।
ইমরান মাহমুদুলের কণ্ঠে গানটির কথা লিখেছেন শফিক তুহিন। সুর-সংগীত করেছেন গায়ক ইমরান নিজেই। প্রকাশিত গানে গ্রামীণ বিভিন্ন লোকেশনে একজোড়া শুভ-ঐশী নানান খুনসুটি ফুটে উঠেছে। শেষ দৃশ্যে পরস্পরকে চুম্বন করতে দেখা গেছে!
এর আগে গানে ব্যবহার করা শুভ-ঐশীর চুম্বন দৃশ্যটি ছাড়া হয়েছিল, যা দেখে অনেকে চমকে উঠেছিল। বিষয়টি নিয়ে তাদের দুজনের মধ্যে প্রেমের গুঞ্জনও ছড়ায়!
জানা গেছে, ডিসেম্বরে ওটিটি প্লাটফর্ম বায়স্কোপে প্লাসে ‘নূর’ মুক্তি পাবে। তার আগে প্রকাশিত স্বপ্ন গানটি দেখে অনেকে মন্তব্য করছেন, এই ছবি বড়পর্দায় না দেখতে পাওয়ার আক্ষেপ থেকে যাবে! কেউ আবার লিখছেন, ওটিটি মুক্তি না দিয়ে আগে সিনেমা হলে মুক্তি পাক ‘নূর’।
‘নূর’ সিনেমা সংশ্লিষ্ট কেউ কেন সিনেমা হলের ছবি ওটিটিতে মুক্তি দেয়া হচ্ছে তা নিয়ে মুখ খোলেননি।








