প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কারও ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় না। এই দেশের ব্যাপারেও কেউ হস্তক্ষেপ করুক, এটা আমরা বরদাশত করব না।
রোববার ১৮ জুলাই স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা বাংলাদেশ সফর করে গেছেন, তারা সবাই এসএসএফ এর প্রশংসা করেছেন।
শেখ হাসিনা জানান, আমি দুর্নীতি করতে আসিনি। নিজেদের টাকায় পদ্মা সেতু করে সক্ষমতা দেখিয়েছি। এই একটি সিদ্ধান্ত বাংলাদেশকে পাল্টে দিয়েছে।







