ছেলেমেয়েরা যেন খেলাধুলায় আরো পারদর্শী হয়ে গড়ে ওঠে সেজন্য বর্তমান সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাশা করেন, খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে উদ্যমী নতুন প্রজন্ম গড়ে উঠবে। ঢাকা আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলাসহ সব দিক থেকে যেন দেশ এগিয়ে যায় সেভাবেই সরকার কাজ করছে।






