চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাকি চার মাস সিনেমা হল চলবে কী দিয়ে?

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৪:৩৬ অপরাহ্ন ১৯, আগস্ট ২০২৩
বিনোদন
A A

চলতি বছর এখন পর্যন্ত মুক্তি পেয়েছে ৩৫টির মতো ছবি! এর মধ্যে সাফল্য পেয়েছে প্রিয়তমা, সুড়ঙ্গ, লিডার আমিই বাংলাদেশ, জ্বীন! ব্যবসা করা চারটি ছবিই ছিল ঈদ কেন্দ্রিক। বছরের শুরুতে মুক্তি পাওয়া ‘ব্ল্যাক ওয়ার’, ঈদুল ফিতরের ‘লোকাল’, ‘কিল হিম’ আলোচনা তৈরি করলেও ব্যবসায়িক সাফল্য পায়নি।

তবে সিনেমা হল মালিকরা বলছেন, পর পর দুই ঈদের ছবিগুলো দিয়ে তারা প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছেন। ঠিক এ কারণে তারা, প্রিয়তমা, সুড়ঙ্গ কিংবা লিডার’র মতো সিনেমা চাচ্ছেন। যাতে ব্যবসা হয় এবং দর্শক জোয়ার অব্যাহত থাকে। এদিকে, বছর শেষ হতে বাকি আরও চারমাস। প্রশ্ন উঠেছে, বাকি চার মাস সিনেমা হল চলবে কী দিয়ে? মুক্তির অপেক্ষায় যে ছবিগুলো আছে সেগুলো আদৌ কি দর্শক জোয়ার ধরে রাখতে সক্ষম হবে?

ঈদে চালু হওয়া একাধিক মৌসুমি সিঙ্গেল স্ক্রিন আবার বন্ধ হয়ে গেছে! এসব হলের দুজন বুকিং এজেন্ট জানান, আলোচনা তৈরি করা বড় বাজেটের ছবি কিংবা শাকিব খানের নতুন ছবি এলে তারা পুনরায় আবার হলগুলো খুলতে পারেন, তা না হলে আগামী বছর ঈদ ছাড়া এসব সিনেমা হল চালানোর সম্ভাবনা নেই।

দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, গত বছর পরাণ, হাওয়া থেকে প্রিয়তমা, সুড়ঙ্গ পর্যন্ত ভালো বাংলা ছবিগুলো দর্শক আগ্রহ নিয়ে দেখেছেন। এমনকি হলিউডের সিওর শর্ট ছবিগুলোর চেয়েও প্রিয়তমা, সুড়ঙ্গ দর্শক বেশি টেনেছে। এতে করে আমরা অবাক হয়েছি। বছর শেষ হতে এখনও চারমাস বাকি। আমরা ভালো বাংলা ছবির অপেক্ষায় আছি।

১৮ আগস্ট ১৫ সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘আম কাঁঠালের ছুটি’ এবং ‘১৯৭১ সেই সব দিন’ নামের দুটি ছবি। মাসুদ রানা সিরিজ অবলম্বনে নির্মিত ‘এমআর নাইন’ মুক্তি পেতে যাচ্ছে ২৫ আগস্ট। হলিউডের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত ঢাকার জাজ মাল্টিমিডিয়ার আবদুল আজিজ দাবি করছেন, ৮৩ কোটি বাজেটের এ ছবি থেকে বিশ্বব্যাপী ৭০০ কোটি আয়ের টার্গেট আছে, তবে বাংলাদেশ থেকে যদি নেট কালেকশন ৫ কোটি পান তাতেই তিনি খুশি!

গেল ঈদে মুক্তির কথা শোনা গেলেও পিছিয়ে যায় দীপংকর দীপনের ‘অন্তর্জাল’। আগামী ৮ সেপ্টেম্বর এই ছবি মুক্তি পাবে বলে জানান পরিচালক। দীপংকর দীপন বলেন, যে ছবিগুলো সফল হয়েছে প্রত্যেকটির পিছনে প্রচারের হাইপ আলোচনা তৈরি করেছে। শুধু ছবি ভালো হলে হবে না, আলোচনায় আনতে হবে। তবে এটা সত্য ঈদ ছাড়া এই আলোচনা তৈরি করা মুশকিল। শোকের মাস বলে প্রচার করছি না। আগস্টের শেষ সপ্তাহ থেকে প্রচার করবো।

Reneta

৮ সেপ্টেম্বর মুক্তির ঘোষণা দেয়া হয়েছে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত বঙ্গবন্ধুর কিশোর বেলাকে কেন্দ্র করে নির্মিত ছবি ‘দুঃসাহসী খোকা’।

২২ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে রাশিদ পলাশ পরিচালিত ছবি ‘ময়ূরাক্ষী’। ফিল্ম ইন্ডাস্ট্রির নায়িকার উত্থান পতন এবং এখনকার ভালোবাসা ও টানাপড়েন এবং শ্বাসরুদ্ধকর কিডন্যাপের গল্পে নির্মিত ছবিটি। এতে অভিনয় করা ববি তার অভিজ্ঞতার আলোকে বলেন, আর্টিস্টরা শুটিংয়ের সময় বুঝতে পারে কোন কাজটি কেমন হবে! ‘ময়ূরাক্ষী’ ভালো হয়েছে এটা আমিও বুঝতে পেরেছি। সে কারণে নিশ্চিত দর্শকরাও কাজটি পছন্দ করবেন।

চলতি বছর মুক্তি পেতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত ছবি শ্যাম বেনেগালের ‘মুজিব: একটি জাতির রূপকার’। ইতোমধ্যে সেন্সর পাওয়া এ ছবি নির্মাণের শুরুতে দর্শকদের যেমন আগ্রহের তুঙ্গে আছে, মুক্তির পরেও ব্যাপক আলোচনা তৈরি করতে পারে বলেই অনেকের ধারণা। সম্প্রতি সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। মুক্তির চূড়ান্ত তারিখ জানা না গেলেও ছবিটি নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, আগামী সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরে মুক্তি পেতে পারে ‘মুজিব: একটি জাতির রূপকার’। যদিও অফিশিয়ালি এ বিষয়ে কিছুই জানানো হয়নি।

মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, টানা ছয় সপ্তাহ ‘প্রিয়তমা’ চালিয়েছি। গত সপ্তাহে ‘সুড়ঙ্গ’ ছিল, এই সপ্তাহে ‘লিডার’ চলছে। প্রিয়তমা’র পর থেকে আবার দর্শক কমা শুরু করেছে। শুনেছি বলিউডের ‘কিসি কা ভাই কিসি কি জান’ এবং ‘জওয়ান’ ছবিগুলো সামনে আসবে। এছাড়া ‘এমআর নাইন’ আসবে। এগুলোর ভালো ব্যবসা করবে সেই অপেক্ষায় আছি। দেশের ছবিতে দর্শক না এলে বাইরে ছবি লাগবে নইলে হল আবার বন্ধ থাকবে।

লায়ন সিনেমাসের ব্যবস্থাপনা পরিচালক মির্জা আব্দুল খালেক বলেন, ঈদের চাঁদের জন্য যেভাবে অপেক্ষা করি সিনেমা হল মালিকরাও আবার ভালো সিনেমার সেভাবে অপেক্ষা করছে। ঈদে লায়নে সবচেয়ে ভালো চলছে ‘প্রিয়তমা’ দ্বিতীয় অবস্থানে ‘সুড়ঙ্গ’, আমরা দুটো সিনেমার ব্যবসাকে খুব ভালো বলতে পারি। এখন অপেক্ষা করছি আবার কবে পাব ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’র মতো ছবি।

শোনা যাচ্ছে, সাফটা চুক্তিতে আমদানি প্রক্রিয়ায় চলতি মাসের ২৫ তারিখে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সালমান খান অভিনীত বলিউডের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। এরইমধ্যে সিনেমাটির সেন্সরও হয়ে গেছে। বাংলাদেশে ছবিটি আমদানি করছে এনইউ আহমেদ ট্রেডার্স।

বিনিময় রীতি অনুযায়ী বাংলাদেশের ‘কসাই’ ছবিটি ভারতে দুমাস আগেই গেছে। এন ইউ ট্রেডার্স-এর কর্ণধার ও প্রযোজক কামাল কিবরিয়া লিপু চ্যানেল আই অনলাইনকে বলেন, আগামী শুক্রবার ঢাকা ও দেশের বিভিন্ন সিনেমা হলে (২৫ আগস্ট) ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি পাবে।

ট্যাগ: এমআর নাইনজওয়ানপ্রিয়তমামুজিবলিড বিনোদনলিডারশ্যাম বেনেগালসিনেমাসুড়ঙ্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ববাজারে স্বর্ণের সর্বকালের সর্বোচ্চ মূল্য

জানুয়ারি ২৯, ২০২৬

যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

জানুয়ারি ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা জজের বাসভবনের সামনে বোমা হামলা

জানুয়ারি ২৯, ২০২৬

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু

জানুয়ারি ২৯, ২০২৬

তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন

জানুয়ারি ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT