এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্রসহ ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জনিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১৯ জানুয়ারি) আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনে ১৬ হাজারের বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে দুই পর্বে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। সশস্ত্র বাহিনী থাকবে। সেনাবাহিনীর সদস্য যারা মাঠে আছেন তারা প্রথম ধাপের।’
তিনি বলেন, সশস্ত্রবাহিনীর মোট ৮ লাখ ৯৭ হাজার ১১৭ সদস্য মাঠে থাকবে। সেনাবাহিনী ছাড়াও দেড় লাখ পুলিশ ও সব বাহিনীর ৮ লাখের বেশি সদস্য নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে। দুর্গম কেন্দ্রে বিমানবাহিনী সহযোগিতা করবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডেভিল হান্টের দ্বিতীয় ধাপে ৩৪৬টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। জানুয়ারির মধ্যে সব বৈধ অস্ত্র জমা দিতে হবে। এমপি প্রার্থীদের কেউ আবেদন করলে নিতে পারবেন।








