আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে নতুন রাজনৈতিক দল ও ১১ দলীয় নির্বাচনী জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শিরোনামে প্রকাশিত এই ঘোষণায় সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক সংস্কার ও সুশাসনের ওপর জোর দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে রাজধানীর গুলশানে লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিতা হলে আয়োজিত অনুষ্ঠানে ৩৬ দফা প্রতিশ্রুতি তুলে ধরে দলটি। ইশতেহারে বিশেষভাবে নাজুক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দারিদ্র্যের চক্র ভাঙতে লক্ষ্যভিত্তিক প্রকল্প গ্রহণের অঙ্গীকার করা হয়।
অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীরাও অংশ নেন।
ইশতেহারের গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির মধ্যে রয়েছে, মানবতাবিরোধী অপরাধের বিচার ও ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন, জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশ, ন্যূনতম মজুরি নির্ধারণ, করব্যবস্থা সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কাঠামোগত পরিবর্তন, নারীর রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন, প্রবাসীদের জন্য ডিজিটাল সেবা, পরিবেশ সুরক্ষা এবং কৃষকবান্ধব নীতিমালা বাস্তবায়ন।
এনসিপির নেতারা জানান, এই ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও মর্যাদাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই তাদের লক্ষ্য।







