এই খবরটি পডকাস্টে শুনুনঃ
২৭তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় দিনে ব্যাটিংয়ে ঝড় তুলেছে সিলেট বিভাগ। ২৩২ বলে ১৭৫ রান তুলে নেন সৈকত আলি। সৈকতকে ছাড়া প্রতিটা ব্যাটারকে সাজঘরে ফেরান ময়মনসিংহ বিভাগের বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। এনসিএলের ইতিহাসে চতুর্থ বোলার হিসেবে এক ইনিংসে ৯ উইকেট নেয়ার কীর্তি গড়েন যুব বিশ্বকাপজয়ী এ বোলার। আরেক ম্যাচে তৃতীয় দিনেই বরিশাল বিভাগকে ৭ উইকেটে হারিয়েছে খুলনা বিভাগ।
সিলেটে প্রথম ইনিংসে ময়মনসিংহ বিভাগ ৪০১ রান করেন। জবাবে নেমে ৪৮৯ রান করে সিলেট। ৮৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ময়মনসিংহ। তৃতীয় দিনের খেলা শেষ করেছে কোনো উইকেট না হারিয়ে ৫৮ রানে। ৩০ রানে পিছিয়ে থেকে শেষ দিনের খেলা শুরু করবেন মাহফিজুল ইসলাম (৩০) ও মোহাম্মদ নাঈম শেখ (১৯)।
৫ উইকেটে ১৯৮ রানে তৃতীয় দিন শুরু করে সিলেট। পরে তাদের ইনিংস থামে ১৩০.৩ ওভারে ৪৮৯ রানে। সর্বোচ্চ ১৭৫ রান আসে সৈকতের ব্যাট থেকে। এছাড়া তোফায়েল আহমেদ ৭৯ রান, রেজাউর রহমান রাজা ৩১ রান করেন। ১০ নম্বরে নেমে ৫৮ রান করেন ইবাদত হোসেন।
ময়মসিংহের হয়ে রাকিবুল ৫৫.৩ ওভারে ১০ মেডেনে ১৬৮ রান খরচায় ৯ উইকেট নেন। অন্য উইকেটটি নেন সহিদুল ইসলাম।
বাকি সময়ে ১১ ওভার ব্যাট করে ৫৮ রানে দিনের খেলা শেষ করে ময়মনসিংহ বিভাগ।
খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে বরিশাল বিভাগের বিপক্ষে ৭ উইকেটে জয় তুলে নিয়েছে খুলনা বিভাগ। আগে ব্যাটে নেমে প্রথম ইনিংসে ৩১৩ রান করে খুলনা। জবাবে প্রথম ইনিংসে ১২৬ রানে অলআউট হয় বরিশাল। ফলোঅন এড়াতে না পেরে দ্বিতীয় ইনিংসে ২২৪ রানে থামে তারা। স্বাগতিকদের কেবল ৩৭ রানের লক্ষ্য দিতে পারে তারা। ৩ উইকেট হারিয়ে তৃতীয় দিনেই জয় তুলে নেয় খুলনা।
আরেক ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে ৭৫ রান এগিয়ে আছে ঢাকা বিভাগ। আগে ব্যাটে নেমে প্রথম ইনিংসে ২২১ রান করে ঢাকা। জবাবে নেমে রংপুর প্রথম ইনিংসে ৩৫৮ রান করে। ১৩৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ২ উইকেটে ২১২ রান তুলে। আশিকুর রহমান শিবলী ৪৬ রানে এবং জিসান ৮০ রানে শেষদিনের খেলা শুরু করবেন।
আরেক ম্যাচে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে জিততে শেষ দিনে ২৬৪ রান করতে হবে রাজশাহী বিভাগকে। হাতে আছে ৬ উইকেট। প্রীতম কুমার ৫৬ রানে এবং এসএম মেহোরব ৫৪ রানে শেষদিনের খেলা শুরু করবেন। আগে ব্যাটে নেমে প্রথম ইনিংসে ৪০১ রান করে চট্টগ্রাম। জবাবে নেমে ১৯৬ রানে থামে রাজশাহী। ২০৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৭৭ রানে ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম। ৪৮৩ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ৪ উইকেটে ২১৯ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে।








