জাতীয় ক্রিকেট লিগ (এনসিএলে) প্রথম ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলি রাব্বি। রাজশাহী বিভাগের বিপক্ষে প্রথমদিনের খেলায় দুই ব্যাটারের সেঞ্চুরিতে চার শতাধিক রান তুলে থেমেছে চট্টগ্রাম বিভাগ। জবাবে নেমে ১ রানে ২ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করেছে চট্টগ্রাম।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে চট্টগ্রাম। ৮২.৩ ওভারে ৪০১ রানে থামে চট্টগ্রামের ইনিংস। জবাবে নেমে ৫ ওভার ব্যাট করে ১ রানে ২ উইকেট হারায় স্বাগতিক দল। সাব্বির হোসাইন ও রহিম আহমেদ দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
২ ছক্কা ও ১৫ রানে ১৬৫ বলে ১২৭ রান করেন জয়। ৬ ছক্কা ও ১০ চারে ১৩৮ বলে ১২৯ রান করেন ইয়াসির। এছাড়া ইরফান শুক্কুর ১২ চারে ৬৩ বলে ৭২ রান করেন।
রাজশাহীর হয়ে তাইজুল ইসলাম ৪ উইকেট নেন। সুজন হাওলাদার ও এসএম মেহেরব হোসেন নেন ২টি করে উইকেট।
জবাবে নেমে ১ রানেই ২ উইকেট হারায় রাজশাহী। হাবিবুর রহমান সোহান ১ রানে এবং শফিকুল ইসলাম ফিরে যান খালি হাতে।
চট্টগ্রামের হয়ে দুটি উইকেটই নেন হাসান মুরাদ।








