এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাজনৈতিক পট-পরিবর্তনের পর ক্রিকেট ক্যারিয়ারে অনিশ্চিত সময়ে আছেন সাকিব আল হাসান। দেশের মাটিতে টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিক বিদায় নিতে চাইলে দেশেই ফেরার সুযোগ হয়ে ওঠেনি। সাবেক অধিনায়ক এবার কথা বললেন জাতীয় দল থেকে অসময়ে হারিয়ে যাওয়া কয়েকজন ক্রিকেটারকে নিয়ে। তাদের দুর্ভাগাই বলছেন টাইগার মহাতারকা।
আবুধাবি টি-টেন লিগের ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্সে হয়ে খেলবেন সাকিব। সম্প্রতি ফ্র্যাঞ্চাইজিটির একটি ভিডিও সাক্ষাৎকারে সাবেক সতীর্থদের বিষয়ে কথা বলেছেন সাকিব। সেখানে নাসির হোসেন, সাব্বির রহমান, ইমরুল কায়েস ও মোহাম্মদ মিঠুনসহ কিছু খেলোয়াড়কে দুর্ভাগা হিসেবে আখ্যায়িত করেছেন।
বলেছেন, ‘নাসির, সাব্বির, ইমরুলদের মতো আরও অনেক খেলোয়াড় আছেন, যাদের ক্যারিয়ার দীর্ঘ হয়নি। এর কারণ অবশ্য নির্বাচকরাই ভালো বলতে পারবেন।’
‘অনেক খেলোয়াড়ই আছেন যারা দুর্ভাগা, আপনি যাদের নাম বললেন সঙ্গে মিঠুনও। এমন আরও অনেক খেলোয়াড়ই আছেন, যাদের ক্যারিয়ার অনেক ছোট ছিল, হয়তো আরও ভালো করতে পারত।’
‘আসলে খেলাটাই এমন। আপনাকে ১৫ জন নির্বাচন করতে হবে, তারপর ১১ জন। সেখান থেকে যারা সুযোগ পায় আসলে তাদের পারফর্ম করারও একটা দায়িত্ব আছে। কেউ বলতে পারে কম সুযোগ পেয়েছেন। যা ঘটে, সবাই আসলে একরকম সুযোগ পায় না। এটা দেয়াও আসলে সম্ভব না।’
‘আপনার দল আপনি চালাচ্ছেন, সবাইকে আপনি একভাবে বিশ্বাসও করতে পারবেন না, একভাবে সুযোগও দিতে পারবেন না। কাউকে এক ম্যাচ পর মনে হবে, না একে দিয়ে হবে না। আবার কাউকে দেখে মনে হবে না ও পারবে। এ ব্যাপারটা আসলে থাকে। ভুল কিছু না। যেটা হচ্ছে, কেউ কম সুযোগ পাবে কেউ বেশি। যে কম পাচ্ছে তার জন্য সেটাই যথেষ্ট সুযোগ, যে বেশি পাচ্ছে তার জন্য ওটাই যথেষ্ট। ওখান থেকেই একজন খেলোয়াড়ের দায়িত্ব নিজেকে কীভাবে মেলে ধরতে পারবে।’








