এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পাকিস্তানের পেসার নাসিম শাহর বাড়িতে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। অভিজ্ঞ তারকার অনুপস্থিতিতে আক্রমণকারীরা গুলি চালিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে রাওয়ালপিন্ডিতে দলের সাথে আছেন নাসিম।
দেশটির সংবাদমাধ্যমে খবর, খাইবার অঞ্চলের লোয়ার দিরে নাসিম শাহর বাড়িতে ১০ নভেম্বর সকালে বন্দুক হামলাটি হয়। পাঁচ অজ্ঞাত বন্দুকধারী গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনায় কেউ হতাহত হয়নি। বাড়ির জানালা ও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়দের তথ্যে, নাসিমের পরিবার শান্তিপ্রিয় ও সম্প্রদায়ের সঙ্গে বৈরিতা নেই। ঘটনাস্থলের আশেপাশে পুলিশ নিরাপত্তা বাড়িয়েছে। এ বাড়িতেই ২০০৩ সালে জন্ম নাসিমের।
ঘটনার জের লঙ্কা সিরিজে খেলতে কোন প্রভাব ফেলবে না নাসিমের। সিরিজটি খেলবেন তিনি। সফরকারীদের বিপক্ষে তিন ওয়ানডের প্রথমটিতে পাকিস্তান নামবে ১১ নভেম্বর। একই ভেন্যুতে হবে বাকি দুই ম্যাচও।
নাসিম পাকিস্তানের সব সংস্করণে নিয়মিত মুখ। ১৬ বছরে ২০১৬ সালে অভিষেকের পর ২০ টেস্ট, ৩২ ওয়ানডে, ৩২ টি-টুয়েন্টি খেলেছেন তিনি, তিন সংস্করণ মিলিয়ে আছে ১৪৬ উইকেট।








