এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপে তৈরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র নাচের একটি ভিডিও ভাইরাল হবার পরে সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। নিজের এক্স-এ এক বার্তায় ভিডিওটি শেয়ার করে তিনি প্রতিক্রিয়া জানান।
সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সোমবার (৬ মে) নিজের নাচের ওই ভিডিও দেখে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর পোস্ট শেয়ার কয়েছেন নরেন্দ্র মোদি। জনপ্রিয় এক মার্কিন র্যাপারের কনসার্টের ভিডিওর উপরে নরেন্দ মোদির ক্যারেক্টারে বানানো ওই ভিডিওতে মোদিকে নাচতে দেখা গেছে।
Posting this video cuz I know that 'THE DICTATOR' is not going to get me arrested for this. pic.twitter.com/8HY32d4R2y
— Krishna (@Atheist_Krishna) May 6, 2024
ভিডিওটি শেয়ার করে নরেন্দ্র মোদি লিখেন, “আপনাদের সবার মত আমিও নিজের নাচ দেখে মজা পেলাম। পিক পোলের মৌসুমে এমন সৃজনশীলতা সত্যিই আনন্দের।”
অন্যদিকে, চলমান লোকসভা ভোটের সময় রাজনীতিবিদ এবং তারকাদের এমনভিডিও নিয়ে বিতর্কের মাঝে নরেন্দ্র মোদির এই প্রতিক্রিয়া নতুন গুঞ্জনের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং অভিনেতা আমির খান এবং রণবীর সিংকে নিয়ে তৈরি এমন ভিডিওগুলো কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেয়া হয়েছে এবং এই ভিডিও বিষয়ে আইনি অভিযোগও দায়ের করা হয়েছে।








