এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গত শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ড সাউথ আফ্রিকার বিপক্ষে নভেম্বর মাসে টি-টুয়েন্টি সিরিজ খেলার সূচি নির্ধারণ করেছে। প্রোটিয়াদের বিপক্ষে ভারতের টি-টুয়েন্টি সিরিজ নিশ্চিত হওয়ার পর বিসিসিআইকে একটি বার্তা দিয়েছেন নামিবিয়া অধিনায়ক গেরহার্ড এরাসমাস।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নামিবিয়া অধিনায়ক গেরহার্ড এরাসমাস সাউথ আফ্রিকা ও বিসিসিআইয়ের পোস্ট শেয়ার করে বিশেষ বার্তায় লিখেছেন, ‘হেই বিসিসিআই, উইন্ডহোকে (নামিবিয়ার রাজধানী) ওয়ার্মআপ করুন।’
এখন পর্যন্ত তিনটি টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছে নামিবিয়া যেখানে ২০২১ সালের আসরে সুপার টুয়েলভে পৌঁছেছিল দলটি। নিজেদের খেলার উন্নতি করতে ভালো দলের সাথে খেলার প্রয়োজনীয়তা দেখছে দলটি। সেই অবস্থা থেকেই দলটির অধিনায়কের এমন আহ্বান।
এ আসরে গ্রুপ ‘বি’তে খেলেছে নামিবিয়া। চার ম্যাচে একটি জয় নিয়ে পাঁচ দলের মধ্যে চার চতুর্থ হয়ে আসর শেষ করেছে নামিবিয়া।







