ভারতের নাগাল্যান্ডে গত বছর ডিসেম্বরে জঙ্গি সন্দেহে সাধারণ গ্রামবাসীদের উপর সেনার গুলি চালনার ঘটনায় দায়ের হওয়া মামলায় সে রাজ্যের পুলিশের চার্জশিটে ৩০ জন সেনার নাম রয়েছে বলে জানা গিয়েছে। গত বছর নাগাল্যান্ডের ওটিং-এ সেনার গুলিতে ১৪ জন নিরস্ত্র গ্রামবাসীর মৃত্যু হয়েছিল।
আনন্দবাজার জানিয়েছে, চার্জশিটে নাম রয়েছে এক সেনা কর্মকর্তার এবং ২৯ জন সেনা সদস্যের।
ওই ঘটনার পরে পরেই তদন্তে নাগাল্যান্ড পুলিশের বিশেষ তদন্তকারী দল তৈরি হয়। তারা চার্জশিটে দাবি করেছে, ২০২১-এর ৪ ডিসেম্বর, ২১ জন প্যারা স্পেশাল ফোর্সের সেনা সদস্য এ ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানেননি।
সে দিন রাতে খনির কাজ সেরে একটি পিকআপ ভ্যানে বাড়ি ফিরছিলেন শ্রমিকরা। ওটিং-এ সেনা তাদেরই জঙ্গি ভেবে গুলি চালায়। তাতে মৃত্যু হয় ৬ জন সাধারণ গ্রামবাসীর। ঘটনার অভিঘাতে গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষে এক সেনা জওয়ান-সহ আরও কয়েক জনের মৃত্যু হয়। সব মিলিয়ে মৃত্যু হয় ১৪ জনের। অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি।
অভিযুক্ত সেনা কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে নাগাল্যান্ড সরকার ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে অনুমতি চেয়েছে। পাশাপাশি নাগাল্যান্ড রাজ্য পুলিশ অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে অনুমতি চেয়েছে।
এই ঘটনায় নাগাল্যান্ড পুলিশের বিশেষ তদন্তকারী দল ছাড়া তদন্ত করছে ভারতীয় সেনাবাহিনীও।







