এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মুশফিকুর রহিম দেশের প্রথম ক্রিকেটার হিসেবে খেলতে নেমেছেন ১০০ টেস্ট। নেমে করেছেন সেঞ্চুরিও। বাংলাদেশের টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরিয়ানও তিনি। অভিজ্ঞ তারকা জানালেন, ক্যরিয়ারের সেরা মুহূর্ত কোনটি।
আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন মুশফিক। তুলে ধরেন দীর্ঘ ক্যারিয়ারে সেরা এবং কঠিন মুহূর্ত কোনটি।
সবচেয়ে সুন্দর মুহূর্ত নিয়ে মুশফিক বলেছেন, ‘আমার সেরা মুহূর্ত যদি বলেন, অবশ্যই মনে করি, যে ইনিংসে প্রথম ডাবল সেঞ্চুরি করেছি সেটা। আসল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের ক্রিকেটটাকে কীভাবে উপরে নিয়ে যাওয়া যায়। যতক্ষণ পর্যন্ত একটা জিনিস চোখের সামনে অর্জন না হবে, ততক্ষণ পর্যন্ত পুরো গ্রুপে সে আত্মবিশ্বাসটা থাকে না। আর ২০০ করার পর থেকে অন্তত অন্যরাও বিশ্বাস করা শুরু করেছে, হ্যাঁ, আমরাও বড় রান করতে পারব।’
শ্রীলঙ্কায় ২০১৩ সালে ২০০ রানের ইনিংসটি খেলেন মুশফিক। সেটি ছিল বাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি। ইনিংসে খেলেছিলেন ৩২১ বল, ছিল ২২ চার ও এক ছক্কা। ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামতে হয়নি তাকে, পঞ্চম দিনে ম্যাচ ড্র হয়েছিল।
সবচেয়ে কঠিন মুহূর্ত নিয়ে তিনি বলেছেন, ‘বাংলাদেশের হয়ে পরের টেস্ট খেলতে পারাই কঠিন মুহূর্ত। এটাই হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। একজন ব্যাটার হিসেবে যেখানে আমার আর কোনদিক নেই, এটাই কঠিন। প্রতি ইনিংস খুব খুব গুরুত্বপূর্ণ এবং খুব বিশেষ।’








