নির্বাচন কমিশনে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে ইসি আবুল ফজল সানাউল্লাহ বলেছেন, শহীদ ওসমান হাদিকে হত্যার ঘটনা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে ব্যহত করেছে। তবে যারা নির্বাচনকে বানচাল করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে তিন বাহিনীসহ সব সংস্থাকে নির্দেশনা দিয়েছে ইসি। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে মাঠ পর্যায়ে যৌথ বাহিনীর কার্যক্রম আবারও চালু হবে। গণমাধ্যম অফিসে হামলার ঘটনায় ২০ জনকে শনাক্ত করা হয়েছে।







