এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ভারতের মুম্বাইতে ভয়াবহ ধূলাঝড় দেখা গেছে। প্রবল বাতাসের ফলে এসময় গাছ এবং বিভিন্ন কাঠামো কাঠামো ভেঙে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। অনেক স্থানে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট।
এনডিটিভি জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, ধুলা ঝড়ের ফলে চারপাশে অন্ধকার নেমে আসে।
স্থানীয় সময় সোমবার বিকেল ৪ টা ৩০ মিনিটে মুম্বাইয়ের ঘাটকোপারে শক্তিশালী ধুলা ঝড়ের কবলে পড়ে একটি ধাতব বিলবোর্ড ভেঙ্গে গেলে অন্তত পঁয়ত্রিশ জন আহত হন। প্রায় ১০০ জন সেখানে আটকে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযানে নামে পুলিশ।
ঝড় শুরু হওয়ার পরপরই স্থানীয় ট্রেন, মেট্রো নেটওয়ার্কের একটি অংশ এবং বিমানবন্দর পরিষেবাগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
ভারতের আবহাওয়া বিভাগ মুম্বাইতে বজ্রঝড় এবং মাঝারি থেকে তীব্র বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করেছে।







