ড্রাগ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন চেলসি তারকা মিকাইলো মুড্রেক। এতে চার বছর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন ২৩ বর্ষী ইউক্রেনীয় ফুটবলার।
ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে অক্টোবরের শেষ দিকে নমুনা দেন মুড্রেক। রিপোর্টে ইউরিনের নমুনায় একটি নিষিদ্ধ পদার্থ পাওয়া গেছে। যার নিষেধাজ্ঞা শাস্তি পেতে চলেছেন চেলসি মিডফিল্ডার।
ইউক্রেনীয় সংবাদমাধ্যমগুলো বলছে, প্রথম নমুনা পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় নমুনা পরীক্ষার জন্য অনুরোধ করা হয়েছে। যার রিপোর্ট এখনও আসেনি। দ্বিতীয় নমুনায় নেতিবাচক রিপোর্ট আসলে চার বছরের জন্য নিষিদ্ধ হবেন মুড্রেক। আর রিপোর্ট ইতিবাচক হলে চেলসি তারকাকে উল্লেখযোগ্য সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে।
মুড্রেকের বিষয়ে বিবৃতিতে চেলসি বলেছে, ‘ফুটবল অ্যাসোসিয়েশন সম্প্রতি আমাদের খেলোয়াড় মিকাইলো মুড্রেকের সঙ্গে ইউরিন পরীক্ষার প্রতিকূলতা নিয়ে যোগাযোগ করছে। ক্লাব এবং মিকাইলো এফএ-এর পরীক্ষামূলক কার্যক্রমকে সম্পূর্ন সমর্থন করে। মিকাইলো স্পষ্টভাবে নিশ্চিত করেছেন, তিনি জেনেশুনে কোনো নিষিদ্ধ পদার্থ গ্রহণ করেননি। মিকাইলো ও ক্লাব বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রতিকূলতার বিষয়টি নিয়ে কাজ করবে। ক্লাব এর বাইরে আর কোনো মন্তব্য করবে না।’
তাছাড়া মুড্রেক নিজেও নিষিদ্ধ পদার্থ গ্রহণের বিষয়টি অস্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ইউক্রেন তারকা জানিয়েছেন, ‘আমি এটা নিশ্চিত করছি, এফএ আমাকে অবহিত করেছে যে আমার দেয়া নমুনায় একটি নিষিদ্ধ পদার্থের উপস্থিতি রয়েছে। এটি আমার জন্য একটি বড় ধাক্কা, কারণ আমি জেনেশুনে কোনো নিষিদ্ধ পদার্থ গ্রহণ করিনি বা কোনো নিয়মও ভঙ্গ করিনি। কীভাবে এটি ঘটতে পারে তা তদন্ত করার জন্য ক্লাবের সাথে একত্রে কাজ করছি।’
‘আমি জানি, আমি কিছু ভুল করিনি এবং আশাবাদী শিগগিরই মাঠে ফিরে আসব। প্রক্রিয়াটির গোপনীয়তার কারণে আমি এখন আর কিছু বলতে পারছি না, তবে যত তাড়াতাড়ি পারি আমি বলব।’







