এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সিনেমার গানে এ বছর জয়জয়কার অবস্থা দেখা গেছে। অর্ধশত ছবি রিলিজের এই বছরে বেশকিছু গান দর্শকের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। এসব গানই দর্শকদের কাছে সিনেমাকে পৌঁছে দিয়েছে। শতাধিক গানের মধ্যে দর্শক জনপ্রিয়তার বিচারে চলতি বছরের আলোচিত ৫টি গানের কথা থাকলো এখানে-
রাজকুমার
‘প্রিয়তমা’র বিশ্বব্যাপী সাফল্যের পর ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গান গেয়ে আরও একবার দর্শক-শ্রোতার হৃদয়ে কড়া নেড়েছেন বালাম-কোনাল জুটি। আসিফ ইকবালের লেখা ও আকাশ সেনের সুরে ‘রাজকুমার’ গানটি দারুণ সাড়া ফেলে। এ গানের চিত্রায়ন হয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে। গানে পারফর্ম করেছিলেন শাকিব খান ও কোর্টনি কফি।
বরবাদ
‘রাজকুমার’ সিনেমার আরেক গান ‘বরবাদ’। এ গানটিও শ্রোতার প্রশংসা কুড়িয়েছে। প্রিন্স মাহমুদের সুরে আলিফের গাওয়া ‘বরবাদ’ গানটি ছিল শ্রোতাদের পছন্দের তালিকায়। গানটিতে দেখা যায় শাকিব খানকে। পাবনার মনোরম লোকেশন উঠে আসে এ গানের চিত্রায়নে।
ঘুমাইলা ঘুমাইলারে বন্ধু
গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত কাজল রেখা সিনেমার ফোক ধাঁচের গান ‘ঘুমাইলা ঘুমাইলারে বন্ধু’। মাশা ইসলামের গাওয়া এ গান কমপোজ করেন ইমন চৌধুরী। কাজল রেখা সিনেমার এ গানটি দর্শকরা বেশ পছন্দ করেন।
দুষ্টু কোকিল
এ বছরের সবচেয়ে আলোচিত ও সাড়া জাগানো গান ছিল শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমায় কনার গাওয়া ‘দুষ্টু কোকিল’। গানে দেখা যায় মিমিকেও। গানটির কথা-সুর ও সংগীতায়োজনের পাশাপাশি সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন আকাশ। গানটি প্রকাশের পর থেকেই দুই বাংলায় শ্রোতাদের মন জয় করে নেয়। একইসঙ্গে দ্রুতসময়ে ১০০ মিলিয়ন ভিউসে রেকর্ড গড়ে।
লাগে উড়া ধুরা
‘তুফান’ সিনেমার এই গানটিও দর্শক-হৃদয়ে ঝড় তোলে। সমানতালে পাল্লা দিয়েছে অন্যান্য সিনেমার গানের রেকর্ড ভেঙে দেওয়ার। প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরার গাওয়া এই গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফউদ্দিন; সুর এবং সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান ও রাজ্জাক দেওয়ান। গানে শাকিবের সঙ্গে নাচেন কলকাতার মিমি চক্রবর্তী।








