ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডকে হারিয়ে পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। পরের ম্যাচে হতাশ হতে হয়েছে জায়ান্টদের। ইউরোপা লিগে তুরস্কের ক্লাব ফেনেরবাচের কাছে পয়েন্ট হারিয়েছে এরিক টেন হাগের দল। ম্যাচের ফলের পাশাপাশি আলোচিত হয়েছেন ফেনেরবাচ কোচ হোসে মরিনহো, লাল কার্ড দেখেছেন।
ইউরোপা লিগে বৃহস্পতিবার রাতে তুরস্কের ক্লাব ফেনেরবাচের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে এরিক টেন হাগের দল।
ফুটবল বিশ্বের অন্যতম সফল কোচ হোসে মরিনহো একসময় সামলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বও। সাবেক ক্লাবের বিপক্ষে কোচ হিসেবে ডাগআউটে দাঁড়িয়েছিলেন তুরস্কের অন্যতম সফল দল ফেনেরবাচের হয়ে।
প্রথমার্ধের শুরুতে ইউনাইটেড এগিয়ে গেলে দ্বিতীয়ার্ধের কয়েক মিনিটের মধ্যে সমতায় ফেরে স্বাগতিক দল। ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় মরিনহোর লাল কার্ড। ম্যাচ ঘড়ির কাটা ঘণ্টায় পৌঁছানোর আগে লাল কার্ড দেখেন তিনি। রেফারির সঙ্গে তর্ক করার শাস্তি পান পর্তুগিজ কোচ।
ম্যাচ শেষে লাল কার্ড প্রসঙ্গে ৬১ বর্ষী কোচ বলেছেন, ‘লাল কার্ডের কারণ হিসেবে তিনি আমাদের অবিশ্বাস্য কিছু কথা বলেছেন। আমি তাকে অভিনন্দন জানাই, কারণ তিনি একেবারে অবিশ্বাস্য কথা বলেছেন। খেলা চলাকালীন সময়ে তার একটি চোখ ছিল পেনাল্টি পরিস্থিতির উপর এবং আরেক চোখ ছিল বেঞ্চে, আমার আচরণের উপর। তিনি আমাকে এমনই এক ব্যাখ্যা দিয়েছেন। যে কারণে তিনি বিশ্বের সেরা রেফারিদের একজন।’
ইউনাইটেডের মতো বড় দলের বিপক্ষে জয়ে দারুণ খুশি মরিনহো। পর্তুগিজ কোচ বলেছেন, ‘ছেলেরা আশ্চর্যজনক ম্যাচ খেলেছে। আমরা এমন একটি দলের বিপক্ষে খেলেছি যেটি আমাদের থেকে উচ্চ স্তরের। এই ম্যাচে আমাদের কিছু পাগলামি সিদ্ধান্ত নিতে হয়েছিল। তবে আমাদের পারফরম্যান্স অসাধারণ ছিল এবং খেলোয়াড়দের কাছ থেকে এরচেয়ে বেশি কিছু চাওয়ারও সুযোগ নেই।’







