সাতক্ষীরায় ২ মাস বয়সের মেয়েকে পুড়িয়ে হত্যার পর মাকে পিটিয়ে হত্যা করার অভিযোগে পুলিশ শান্তা নামের এক নারীকে আটক করেছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে শান্তা তার মেয়েকে চুলার আগুনে নিক্ষেপ করে পুড়িয়ে হত্যা করে। এ ঘটনা শান্তার মা দেখে ফেলার কারণে শান্তা তার মাকেও মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা আরও জানান, বুধবার স্বামীর সাথে মেয়ে আশরাফীকে নিয়ে নুনগোলা গ্রামের পিতার বাড়িতে বেড়াতে আসেন শান্তা। এরপর দুপুর আড়াইটার দিকে ওই ঘটনা ঘটে। তবে কী কারণে এই হত্যার ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক সত্যতা স্বীকার করে জানান, পাশের বাড়িতে গিয়ে আসামি শান্তা তার মেয়ে ও মাকে হত্যার কথা প্রকাশ করেন। মৃতদেহ সুরতহাল প্রতিবেদন করে মর্গে প্রেরণসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।


