দেশের বিনোদন জগতে মোশাররফ করিম একটি প্রতিষ্ঠিত নাম। নাটক ও ওটিটি প্লাটফর্মে এখনো তার রাজত্ব! দর্শকপ্রিয়তার দিক থেকে তিনি যেন যুগের প্রতীক। তার অভিনয়ের গভীরতা, চরিত্রে প্রবেশের ক্ষমতা এবং প্রামাণ্য ভঙ্গি তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
সিনেমার ক্ষেত্রেও মোশাররফ করিম সমানভাবে প্রশংসিত। যদিও সিনেমায় তার উপস্থিতি কম, যে সিনেমাগুলোতে তিনি কাজ করেছেন, সেগুলোতে তিনি অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন। ২২ আগস্ট এই গুণী অভিনেতার জন্মদিন উপলক্ষ্যে তার অভিনীত উল্লেখযোগ্য কিছু সিনেমায় চোখ বোলানো যাক:
দারুচিনি দ্বীপ (২০০৭)
হুমায়ূন আহমেদের চিত্রনাট্যে তৌকীর আহমেদ পরিচালিত সিনেমাটিতে মোশাররফ করিম বিশ্ববিদ্যালয় পড়ুয়া মধ্যবিত্ত ঘরের সন্তান বল্টুর চরিত্রে অভিনয় করেন। সেই সময়ে এটি দর্শকের কাছে খুব জনপ্রিয়তা পায়।
টেলিভিশন (২০১২)
মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালিত সিনেমায় মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর দ্বৈরথ দর্শক ও সমালোচকের কাছেই প্রশংসিত হয়। সিনেমায় মজনু চরিত্রে তার অভিনয় বিশেষভাবে নজর কাড়ে।
জালালের গল্প (২০১৪)
আবু শাহেদ ইমন পরিচালিত সিনেমায় বাংলাদেশের সামাজিক বাস্তবতার নানা দিক তুলে ধরা হয়েছে। বুসান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়া ছবিটি ২০১৫ সালে পর্তুগালে অনুষ্ঠিত ১৯তম আভাঙ্কা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবি নির্বাচিত হয়। মোশাররফ করিম সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন।
কমলা রকেট (২০১৮)
শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ গল্প অবলম্বনে নূর ইমরান মিঠু পরিচালিত এই সিনেমায় মোশাররফ করিম একজন ক্যানভাসারার চরিত্রে অভিনয় করেন। তার অনবদ্য অভিনয় দর্শক ও সমালোচক উভয়কেই মুগ্ধ করে।
চক্কর (২০২৪)
শরাফ আহমেদের নাটকীয় থ্রিলার ও আবেগের সমন্বয়ে নির্মিত সিনেমায় মোশাররফ করিম পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। এটি মুক্তির পর অন্যতম আলোচিত সিনেমা হিসেবে পরিচিতি পায়।
মোশাররফ করিম শুধু জনপ্রিয়তা নয়; তার কাজের মান, চরিত্রের গভীরতা এবং দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করার ক্ষমতা তাকে বিশেষ করে তোলে। নাটক, ওটিটি বা সিনেমা—প্রতিটি মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করে চলেছেন। বাংলাদেশের বিনোদন জগতে তিনি এমন একজন অভিনেতা, যিনি প্রতিটি মাধ্যমে আলাদা স্বাক্ষর রেখে চলেছেন এবং দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ রাখছেন। ইদানিং নিয়মিতই সিনেমায় দেখা যাচ্ছে তাকে। সবশেষ চলতি বছর ‘ইনসাফ’ সিনেমাতেও ভিন্নধর্মী চরিত্রে প্রশংসিত হয়েছেন তিনি।








