এই খবরটি পডকাস্টে শুনুনঃ
স্পেনের ইউরোজয়ী অধিনায়ক আলভারো মোরাতা ইতালিয়ান ক্লাব এসি মিলানের সাথে চুক্তি করেছেন। ক্লাবটির প্রধান নির্বাহী জর্জিও ফুর্লানি সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তার সাথে চার বছরের জন্য চুক্তি হয়েছে জানান ক্লাবকর্তা।
ফুর্লানি জানান, ‘আমরা সবকিছু দেখেশুনে ঠিক করেছি। তার সাথে চার বছরের চুক্তির একটি ইচ্ছা রয়েছে। কৌশলগত কিছু কারণে তার ট্রান্সফার এখনও সম্পন্ন হয়নি। রিলিজ ক্লজ সক্রিয় করা একটি জটিল প্রক্রিয়ার মধ্যে পড়েছে। আমরা সেটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনার চেষ্টা করছি।’
মোরাতার উপর চোখ ছিল উল্লেখ করে এ কর্তা আরও জানান, ‘জাতীয় দলের বাইরে গত মৌসুমে সে ২১ গোল করেছে। সে যেখানেই গিয়েছে সেখানেই গোল করেছে, স্পেন, ইতালি, ইংল্যান্ড এবং চ্যাম্পিয়ন্স লিগ। এছাড়া তার ক্যারিয়ারে সে ২০টি শিরোপা জিতেছে।’
‘তাছাড়া সেও এখানে আসতে আগ্রহী এবং বিশ্বাস করেন এখানে তার সুন্দর ক্যারিয়ার হবে। আমরা সে বিষয়ে আত্মবিশ্বাসী। তার সাথে সময় কাটিয়ে আমরাও বুঝেছি কেন সে স্পেনের অধিনায়ক।’
রিয়াল মাদ্রিদে ক্লাব ক্যারিয়ার শুরু করা আলভারো মোরাতা বর্তমানে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলছেন। সবশেষ ইউরোতে অধিনায়ক হয়ে শিরোপা জয় করেছেন ৩১ বর্ষী তারকা।








