কেরানীগঞ্জের কলাতিয়া বাজারে অবৈধভাবে খোলা জ্বালানি তেল বিক্রয়ের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অবৈধভাবে খোলা অকটেন মজুত ও বিক্রির কার্যক্রম শনাক্ত করা হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া বাজারে হেমায়েতপুর আর্মি ক্যাম্প এ অভিযান পরিচালনা করে।
পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে ঘটনাস্থলে কেরানীগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট চলাকালীন তিনটি পৃথক দোকান থেকে সর্বমোট ১২৬৩ লিটার খোলা অকটেন উদ্ধার করা হয়েছে।
অভিযানে অভিযুক্ত দোকান মালিকদের দোষী সাব্যস্ত করে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে উদ্ধারকৃত জ্বালানি তেল নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত চ্যানেলের মাধ্যমে বিক্রয়ের নির্দেশ দেয়া হয়।
নাশকতা এড়াতে এবং জনস্বার্থে অবৈধ জ্বালানি তেল মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।







