মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির ঘটনায় অভিযুক্ত হিটু শেখের বাড়ি ভেঙে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার সকালে শহরের নিজনান্দুয়ালী এলাকায় ওই বাড়ির ঘরের দেয়াল ভেঙে, টিনের চাল খুলে ও বাড়িতে থাকা কিছু গাছ কেটে নিয়ে গেছে বিক্ষুব্ধ জনতা। এছাড়া ওই বাড়ির মালামাল নিয়ে গেছে অনেকে। এরআগে বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে আগুন দেয় এলাকাবাসী।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলে ভাঙচুর-অগ্নিসংযোগ, তা অব্যাহত থাকে শুক্রবার দিনজুড়ে। খবর পেয়ে মাগুরা সদর পুলিশ ও দমকল বাহিনীর লোকজন সেখানে যাবার চেষ্টা করলে তাদেরকে শহরের নতুন বাজার ব্রিজের মুখে আটকে দেয় জনতা।
হিটু শেখের প্রতিবেশীরা বলেন, ইফতারের পরপরই বিক্ষুব্ধ জনতার একটি অংশ সেখানে এসে বাড়িটিতে আগুন দেবার পাশপাশি ভাঙচুর চালাতে থাকে। তারা টিনের চালা খুলে নিয়ে যায়। ঘরের দেয়াল হাতুড়ি হামার দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়। এসময় তারা ‘আমাগো এলাকায় ধর্ষকের ঠাই নাই’ এমন শ্লোগান দেয়। সেই সাথে ধর্ষকদের ফাঁসি দাবি করে।
তারা বলেন, আমাদের এলাকায় অতীতে এমন ঘটনা ঘটেনি। এটি আমাদের অসম্মানিত করেছে। এখানে ধর্ষকের কোন ঠাই হবে না। ঘটনার পরপরই আমরা এই বাড়িটি ধর্ষকের বাড়ি হিসাবে চিহ্নিত করেছি।
এই ভিটায় প্রয়োজনে মসজিদ মাদ্রাসা বানানো হবে এমন প্রস্তাব ইতিমধ্যে এলাকার অনেকের কাছ থেকে এসেছে। সবাই এটিকে একটি পাপযুক্ত ঘৃনিত বাড়ি হিসাবে চিহ্নিত করছে।







