এই খবরটি পডকাস্টে শুনুনঃ
র্যাঙ্কিং হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। টেস্ট অলরাউন্ডারদের দুইয়ে উঠে এসেছেন বাংলাদেশের অফস্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দুই ধাপ উন্নতি হয়ে সেরা দুইয়ে তিনি। বুধবার সুখবর পেয়েছেন মিরাজ।
টেস্ট অলরাউন্ডারদের চারে ছিলেন মিরাজ। এখন তার উপরে শুধু ভারতের বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আরেক টাইগার তারকা সাকিব আল হাসানের অবস্থান চারে।
ব্যাটিংয়ে মিরাজের উন্নতি হয়েছে ৬ ধাপ। আগে টেস্ট ব্যাটিংয়ে ছিলেন ৬৮তে, এখন ৬২তে। বেশি উন্নতি হয়েছে জাকের আলীর, ২১ ধাপ উন্নতিতে মিরাজের পরেই ৬৩তে তিনি। টেস্টে ৫ ধাপ অবনতি হয়েছে লিটন দাসের, ৩৬এ এখন।
টেস্ট বোলিংয়ে তাইজুল ইসলামের ৩ ধাপ উন্নতি হয়েছে, অবস্থান ২১এ। মিরাজের বোলিংয়ে উন্নতি হয়নি, আছেন আগের ২৭এ। পেসার হাসান মাহমুদের ৭ ধাপের সঙ্গে তাসকিন আহমেদের ৩ ধাপ উন্নতি হয়েছে। ১৫ ধাপ উন্নতি করে আরেক টাইগার পেসার নাহিদ রানার অবস্থান ৭৪তে।








